TRENDING:

West Medinipur News: মাওবাদীদের মুখোমুখি লড়াই, বহু মানুষের জীবন বাঁচিয়েছে, অবসরেও স্বমহিমায় কৃতিত্ব বহন করে চলছে এই গাড়ি

Last Updated:

West Medinipur News: এই গাড়িটির বয়ানে তার স্মৃতিকে সকলের সামনে তুলে ধরেছে জেলা পুলিশ। অন্যান্য আধিকারিকদের মত চাকরির নিয়ম অনুযায়ী ২০১৪ সালের ৩ মে অবসর নিয়েছে এই গাড়ি। তাকেই সংরক্ষিত করেছে জেলা পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর, রঞ্জন চন্দ: মাওবাদী নামে কাঁপত জঙ্গলমহল। মুখ বাঁধা, হাতে বন্দুক এটাই ছিল একসময়ের জঙ্গলের ত্রাস। তবে সেই সময় মাও দমনে বদ্ধ পরিকর ছিল পুলিশ ও প্রশাসন। অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের জঙ্গল এলাকায় ছিল মাওবাদীদের ডেরা। ভেসে আসত বোমা, গুলির আওয়াজ। অবিভক্ত মেদিনীপুরের শালবনী, গড়বেতা, গোয়ালতোড়, পিংবনী, রামগড়, পিড়াকাটা, ভীমপুর, লালগড়, হুমগড়, চাঁদড়া-সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশে এই মাওবাদীদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে ওঠে জঙ্গলমহলবাসী।
advertisement

অবশেষে এই মাওবাদীদের দমন করতে আনা হয় কেন্দ্রীয় বাহিনীকে। তবে মাওবাদী দমনে ২০০৬ সালে মেদিনীপুরে আনা হয় এই গাড়ি। জেলায় প্রথম অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি। এই গাড়ি যৌথবাহিনী-সহ রাজ্য পুলিশকে নিরাপত্তা দেয়। বিভিন্ন বড় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে বহু জীবন বাঁচিয়েছে মানুষের। শুধু দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়াই নয় , সেই সঙ্গে ঝুঁকি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে করেছে একাধিক অপারেশন।

advertisement

আরও পড়ুন-হাঁটুর বয়সি পুরুষই কি মালাইকার নতুন প্রেমিক? পেশায় নাকি হিরে ব্যবসায়ী, কে এই ‘মিস্ট্রি ম্যান’? চিনে নিন

২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত অংশ নিয়েছে এই পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক মাও-অপারেশনে। এরপর সেই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি সরকারি নিয়মে অবসর নেয়। তবে তার কৃতিত্বকে ছোট করে দেখায়নি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ইতিমধ্যে সেই অবসর নেওয়া অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িকে অতি সযত্নে দেখভাল করে রাখা হয়েছে মেদিনীপুর জেলার পুলিশ সুপারের অফিসের সামনে।

advertisement

View More

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তিশালী…! শুক্রের দুরন্ত চালে কাঁপবে দুনিয়া, মীন-সহ ৩ রাশির লটারি, বিপুল ধনবর্ষা, বছরভর টাকা গুনে শেষ হবে না

মূলত প্রদর্শনী এবং সেই সঙ্গে তার স্মরণীয় দিকগুলি তুলে ধরার জন্যই পুলিশি ব্যবস্থা। পুলিশ সুপারের অফিসে আসা মানুষজন সেই গাড়ির যেমন কৃতিত্ব জানতে পারছেন তা শুধু না, সেই সঙ্গে বহু মানুষ আসছেন এই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িটি কাছ থেকে একবার দেখতে। আজও স্বমহিমায় সগৌরবে নিজের কৃতিত্ব বহন করে চলছে এই যন্ত্র গাড়িটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই গাড়িটির বয়ানে তার স্মৃতিকে সকলের সামনে তুলে ধরেছে জেলা পুলিশ। অন্যান্য আধিকারিকদের মত চাকরির নিয়ম অনুযায়ী ২০১৪ সালের ৩ মে অবসর নিয়েছে এই গাড়ি। তাকেই সংরক্ষিত করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের বক্তব্য, যেভাবে এই গাড়ি একের পর এক বড় বড় দুর্ঘটনার হাত থেকে পুলিশকে রক্ষা করেছে, বিভিন্ন অপারেশনে অংশ নিয়েছে। তাই তার কৃতিত্ব তুলে ধরতেই এই প্রয়াস। শুধু পশ্চিম মেদিনীপুরে না বাঁকুড়া জেলাতেও প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এই ধরনের গাড়ি। স্বাভাবিকভাবে জেলাবাসীর কাছে আকর্ষণের এই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: মাওবাদীদের মুখোমুখি লড়াই, বহু মানুষের জীবন বাঁচিয়েছে, অবসরেও স্বমহিমায় কৃতিত্ব বহন করে চলছে এই গাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল