বুধবার খড়ার পৌরসভার ২৯ জন আক্রান্ত হয়েছে আন্ত্রিকে। আন্ত্রিকের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। তবে বেশ কিছু ক্ষেত্রে জ্বরের উপসর্গ রয়েছে। এদের মধ্যে সাতজনকে ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। যদিও তাদের মধ্যে চারজনের অবস্থার উন্নতি হয়েছে বলে খবর। বাকিদের অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন ঃ ক্ষুদিরামকে নিয়ে কী লিখলেন তাঁর গুরু হেমচন্দ্র? ফিরে চলুন অগ্নিযুগে
advertisement
জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সৌম্যশংকর সারেঙ্গী জানিয়েছেন, “পানীয় জলের মধ্য দিয়ে আন্ত্রিকের জীবাণু ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। সেই সংক্রমণ ছড়িয়েছে কয়েকটি ওয়ার্ডে। ওয়ার্ডগুলির জলের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
খড়ার পৌরসভা এলাকায় স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল আক্রান্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়েছে। শুধু আন্ত্রিকে আক্রান্ত নয়, জেলার অন্যান্য ব্লকে রয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সবমিলিয়ে জেলায় দশজন ডেঙ্গুতে আক্রান্ত রয়েছে ।
Ranjan Chanda