আরও পড়ুন: হাতে-কলমে রাজমিস্ত্রি প্রশিক্ষণ শিবির, শেখানো হচ্ছে সিমেন্ট-বালি মশলার ভাগ
খড়গপুর পুরসভার শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, খড়গপুর-১ ব্লকের বিভিন্ন শিবির ঘুরে দেখেন রাজ্য পরিদর্শক সুরেন্দ্র গুপ্তা। রাজ্য পরিদর্শকের সঙ্গে উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমাশাসক দিলীপ মিশ্র, অতিরিক্ত জেলাশাসক সৌরভ মোহান্তি, খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ সহ মহকুমার বিভিন্ন আধিকারিকেরা। প্রসঙ্গত ৩৫ টি পরিষেবা নিয়ে রাজ্যজুড়ে চলছে সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার শিবির। সপ্তম পর্যায়ে যুক্ত হয়েছে বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ, উদ্যম পোর্টালে নাম নথিভুক্তকরন এবং হস্তশিল্পী ও তাঁত শিল্পীদের তালিকাভুক্তি করনের কাজ।
advertisement
এবার ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের প্রথম ধাপের শিবির আয়োজিত হবে। এই সময়কালের মধ্যে বাড়ির কাছের দুয়ারে সরকার শিবিরে গিয়ে বিভিন্ন প্রকল্পে নাম অন্তর্ভুক্তিকরণ ও আবেদন পত্র জমা দিতে পারবে সাধারণ মানুষ। প্রশাসন সূত্রে খবর, প্রান্তিক এলাকার মানুষের কাছে রাজ্য সরকারের নানান সুযোগ সুবিধা, প্রকল্প পৌঁছে দেওয়ার জন্য ভ্রাম্যমান দুয়ারে সরকার শিবিরেরও ব্যবস্থা করা হয়েছে।
রঞ্জন চন্দ