Murshidabad News: হাতে-কলমে রাজমিস্ত্রি প্রশিক্ষণ শিবির, শেখানো হচ্ছে সিমেন্ট-বালি মশলার ভাগ

Last Updated:

এবার হাতে-কলমে রাজমিস্ত্রির কাজ শেখাচ্ছে সরকার, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে চলছে এই প্রশিক্ষণ শিবির

+
title=

মুর্শিদাবাদ: হাতে-কলমে রাজমিস্ত্রির কাজের প্রশিক্ষণ। সামশেরগঞ্জে শেখানো হল সিমেন্ট-বালির ভাগ, দেওয়াল তৈরির পদ্ধতি। এখানকার রতনপুর মডেল স্কুলে চলছে তিনদিনের হাতে-কলমে রাজমিস্ত্রি প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শেষে দেওয়া হবে সার্টিফিকেটও।
মুর্শিদাবাদ জেলার বহু শ্রমিককে কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে হয়। এবার সেই রাজমিস্ত্রিদের জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হল। রাজমিস্ত্রিদের কাজের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এবার সামশেরগঞ্জে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছে ব্লক প্রশাসন। সামশেরগঞ্জের রতনপুর মডেল স্কুলে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবিরে চলবে তিনদিন ধরে। প্রশিক্ষণ শিবিরের প্রথম দিনেই হাতে-কলমে রাজমিস্ত্রিদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি, রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে নিরাপত্তার বিষয়টি নিয়েও সচেতনতা করা হয়। এদিন উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের কর্মকর্তারা। প্রায় ১৪৫ জন রাজমিস্ত্রির প্রশিক্ষণ নেন।
advertisement
advertisement
ব্লক প্রশাসন সূত্রে খবর, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতর এবং উৎকর্ষ বাংলার অধীনে এল অ্যান্ড টি’র মাধ্যমে ব্লকের রাজমিস্ত্রিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনদিনের এই প্রশিক্ষণ শিবির শেষে প্রত্যেককে একটি করে সার্টিফিকেট প্রদান করা হবে বলেও জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: হাতে-কলমে রাজমিস্ত্রি প্রশিক্ষণ শিবির, শেখানো হচ্ছে সিমেন্ট-বালি মশলার ভাগ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement