Haridevpur: ১০ বছর ধরে একটানা সেফ হোমের ভিতরে নাবালিকাকে ধর্ষণ! সামনে এল হরিদেবপুরের কদর্য ঘটনা, গ্রেফতার প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতা
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
জানা গিয়েছে, নারী এবং শিশু সুরক্ষা কমিশনে যৌন হেনস্থার অভিযোগ জমা পড়েছিল৷ সেই অভিযোগের ভিত্তিতেই যৌথভাবে অভিযানে নামে স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিট ও চাইল্ড ওয়েলফেয়ার কমিশন।
কলকাতা: ফের সামনে এল সেফ হোমের কদর্য চেহারা৷ হোমের ভিতরে দিনের পর দিন, টানা ১০ বছর নাবালিকাকে ধর্ষণ৷ আবারও সামনে এল শিউরে ওঠার মতো ঘটনা৷ ইতিমধ্যেই হোমের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক জীবেশ দত্ত এবং হোমের প্রিন্সিপালকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ৷ অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে পকসো-সহ তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে৷
এক ব্যক্তিকে আটক করা হয়েছে৷ অন্যান্য অভিযুক্তদেরও খোঁজ চলছে৷ আপাতত, সেফ হোমে থাকা বাচ্চাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র৷
আরও পড়ুন: তিন ‘রায়’-এ রায় দেবে ধূপগুড়ি! বাম, বিজেপি না তৃণমূল, কে হাসবে শেষ হাসি?
জানা গিয়েছে, নারী এবং শিশু সুরক্ষা কমিশনে যৌন হেনস্থার অভিযোগ জমা পড়েছিল৷ সেই অভিযোগের ভিত্তিতেই যৌথভাবে অভিযানে নামে স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিট ও চাইল্ড ওয়েলফেয়ার কমিশন। যৌথ অভিযানে সামনে আসে, শুধুই যৌন হেনস্থা নয়, পাশাপাশি ২০১০ সাল থেকে দিনের পর দিন ধর্ষণের ঘটনাও ঘটেছে ওই ব্লাইন্ড স্কুল অ্যান্ড চিল্ড্রেন্স হোমে।
advertisement
advertisement
আরও পড়ুন: পেনশন হিসাবে পান এক লক্ষ টাকা, তার উপর বই বিক্রি.. বেতন না নেওয়ার কারণ নিজেই জানালেন মমতা
সব খতিয়ে দেখার পরে অভিযোগ দায়ের হয় হরিদেবপুর থানায়৷ মামলা রুজু করে শুরু হয় তদন্ত। এরপরেই হোমের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক এবং প্রিন্সিপালকে গ্রেফতার করে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Sep 08, 2023 10:01 AM IST








