এই টিমের সাহায্য পেতে বিশেষ হেল্প লাইন নম্বরেও (Winners- 8001007868) ফোন করতে পারেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ মে (মঙ্গলবার), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মেদিনীপুর শহরে পা রেখেছিলেন, ওইদিন থেকেই জেলা শহরে গঠিত হয়েছে 'উইনার্স টিম'। আর, ২০ মে (শুক্রবার) থেকে খড়্গপুর শহরে গঠিত হয়েছে 'উইনার্স টিম'। অনেকটাই বিদেশের বিভিন্ন মহিলা পুলিশ বাহিনী বা ব্ল্যাক ক্যাটদের মতো কেতাদুরস্ত আধুনিক কালো পোশাক (ইউনিফর্ম), মানানসই সমস্ত আধুনিক উপকরণ, বিশেষ অস্ত্র- প্রভৃতি দেওয়া হয়েছে মহিলা পুলিশের এই বিশেষ টিম-কে।
advertisement
আরও পড়ুনঃ পিছিয়ে পড়া প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত গ্রাম ভাদুলিয়ায় চালু নিত্য পাঠশালা অংকুর
দুই শহরের জন্য ১৬ জন বাছাই করা মহিলা পুলিশ কর্মীদের দুটি দল (মোট ৩২ জন) তৈরি করে দেওয়া হয়েছে জেলা পুলিশের তরফে। আপাতত, রাস্তায় তাঁদের দেখলেই 'হাঁ করে' তাকিয়ে থাকতে হচ্ছে সাধারণ শহরবাসী থেকে পথচারীদের। তবে, সন্ধ্যার সময় এই বাহিনীকে দেখে কিছুটা হলেও বুকে বল পাচ্ছেন মহিলারা।
আরও পড়ুনঃ ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন শিক্ষিকা
বিশেষত, রেল শহর খড়্গপুরে গত কয়েক মাসে যেভাবে ছিনতাইবাজদের দাপটে মহিলাদের গলার হার, গহনা, মোবাইল, মানি পার্স চুরি হচ্ছিল; তাতে মহিলা পুলিশ কর্মীদের বিশেষ এই টিম যে অনেকটাই কার্যকরী হতে পারে, তা মনে করছেন শহরবাসী।
Partha Mukherjee