পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা। এখানেই থাকেন প্রতিবন্ধী স্বপন সানার। ছোট থেকেই তিনি চলাফেরা করতে পারেন না। প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও এক ব্যক্তির দোকানের সামনে ট্রাই সাইকেলেই ঘুমোচ্ছিলেন তিনি। মশা তাড়ানোর জন্য ট্রাই সাইকেলের নিচে ডিমের ট্রে জ্বালিয়েছিলেন। কিন্তু সেই আগুনই তাঁর জীবনে কাল হয়ে এল। জ্বলন্ত ডিমের ট্রে থেকে আগুন ধরে গিয়ে ভস্মীভূত হল ট্রাই সাইকেলটি। একটুর জন্য বেঁচে গিয়েছেন স্বপন সানা।
advertisement
আরও পড়ুন: নিকাশী নালা বুজিয়ে চেম্বার তৈরি করছিলেন হাতুড়ে চিকিৎসক, ভেঙে গুঁড়িয়ে দিল এলাকাবাসী
অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে চন্দ্রকোনা- ব্লকের বালা গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এখানকারই বড়বালা গ্রামে জন্ম স্বপন সানার। হঠাৎই বুধবার ভোরে তাঁর ট্রাই সাইকেলে আগুন ধরে যায়। তবে স্বপন সানা প্রাণে বেঁচে গেলেও তাঁর পায়ের কিছুটা অংশ পুড়ে যায়। তাঁর চিৎকারে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। তাঁরাই উদ্ধার করে ওই ব্যক্তিকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এদিকে শেষ সম্বলটুকু আগুনের পুড়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন ঐ প্রতিবন্ধী ব্যক্তি।
রঞ্জন চন্দ