TRENDING:

West Medinipur News: মশা তাড়াতে জ্বেলেছিলেন ডিমের ট্রে, সেই আগুনেই সর্বস্ব হারালেন প্রতিবন্ধী

Last Updated:

প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও এক ব্যক্তির দোকানের সামনে ট্রাই সাইকেলেই ঘুমোচ্ছিলেন তিনি। মশা তাড়ানোর জন্য ট্রাই সাইকেলের নিচে ডিমের ট্রে জ্বালিয়েছিলেন। কিন্তু সেই আগুন‌ই তাঁর জীবনে কাল হয়ে এল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: পা এবং হাত সম্পূর্ণভাবে অকেজো। ট্রাই সাইকেলে করে কোনরকমে এদিক-ওদিকে যেতেন স্বপন সানা। কিন্তু মশা তাড়ানোর জন্য জ্বালানো ডিমের ট্রে তাঁর জীবনে ডেকে আনল চরম বিপর্যয়। ঘুমোনোর সময় আগুন লেগে তাঁর সেই একমাত্র সম্বল ট্রাই সাইকেলটি পুড়ে ছাই হয়ে গেল।
advertisement

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা। এখানেই থাকেন প্রতিবন্ধী স্বপন সানার। ছোট থেকেই তিনি চলাফেরা করতে পারেন না। প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও এক ব্যক্তির দোকানের সামনে ট্রাই সাইকেলেই ঘুমোচ্ছিলেন তিনি। মশা তাড়ানোর জন্য ট্রাই সাইকেলের নিচে ডিমের ট্রে জ্বালিয়েছিলেন। কিন্তু সেই আগুন‌ই তাঁর জীবনে কাল হয়ে এল। জ্বলন্ত ডিমের ট্রে থেকে আগুন ধরে গিয়ে ভস্মীভূত হল ট্রাই সাইকেলটি। একটুর জন্য বেঁচে গিয়েছেন স্বপন সানা।

advertisement

আরও পড়ুন: নিকাশী নালা বুজিয়ে চেম্বার তৈরি করছিলেন হাতুড়ে চিকিৎসক, ভেঙে গুঁড়িয়ে দিল এলাকাবাসী

অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে চন্দ্রকোনা- ব্লকের বালা গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এখানকার‌ই বড়বালা গ্রামে জন্ম স্বপন সানার। হঠাৎই বুধবার ভোরে তাঁর ট্রাই সাইকেলে আগুন ধরে যায়। তবে স্বপন সানা প্রাণে বেঁচে গেলেও তাঁর পায়ের কিছুটা অংশ পুড়ে যায়। তাঁর চিৎকারে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। তাঁরাই উদ্ধার করে ওই ব্যক্তিকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এদিকে শেষ সম্বলটুকু আগুনের পুড়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন ঐ প্রতিবন্ধী ব্যক্তি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা বারাসাতে
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মশা তাড়াতে জ্বেলেছিলেন ডিমের ট্রে, সেই আগুনেই সর্বস্ব হারালেন প্রতিবন্ধী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল