TRENDING:

Crime News: নামী রেস্টুরেন্টের মাংসে এ কী হাল! ঢাকনা সরাতেই যা কাণ্ডটা ঘটল অবাক হবেন

Last Updated:

Crime News: অভিযোগ পেয়ে তদন্তে নেমে একাধিক রেস্টুরেন্ট ও খাবার দোকানে গেলেন মহিলা খাদ্য সুরক্ষা আধিকারিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রকোনা: খাবার দোকানে অভিযানে গিয়ে খাবারের গুণগত মান দেখে রীতিমতো রণংদেহী মহিলা খাদ্য সুরক্ষা আধিকারিক! ধমক দিয়ে দোকান থেকে নষ্ট হওয়া খাবার বার করে ডাস্টবিনে ফেলালেন খাদ্য সুরক্ষা আধিকারিক। অভিযোগ, ঝা-চকচকে দোকানের আড়ালে সাধারণ খদ্দেরদের খাওয়ানো হচ্ছিল বাসি খাবার।
advertisement

একাধিক বার সতর্ক করেও সচেতন না হওয়ায়, অভিযোগ পেয়ে আসরে নামলো খাদ্য সুরক্ষা দফতর। বিভিন্ন খাবারের দোকানে হানা দিয়ে হাতেনাতে ধরা পড়ল বাসি পচা খাবারের নমুনা। রীতিমতো নিজে হাতে দোকানের খাবারের গুণগত মান যাচাই করে একাধিক দোকানদারকে ধরালেন নোটিশ। কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মহিলা খাদ্য সুরক্ষা আধিকারিকের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভা এলাকার।

advertisement

View More

শুক্রবার দিনভর চন্দ্রকোনা শহরের একাধিক রেস্টুরেন্ট, হোটেল, চপ মুড়ির দোকান, মিষ্টির দোকানে অভিযান চালান চন্দ্রকোনার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক দেবারতি জোদ্দার। দফতরের কর্মীদের নিয়ে শহরের গাছশিতলা, গোঁসাইবাজার, দক্ষিণবাজার, গোবিন্দপুর, ঠাকুরবাড়িবাজার সহ একাধিক জায়গায় থাকা বিভিন্ন খাবার দোকানে অতর্কিতে অভিযান চালান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক দেবারতি।

advertisement

একাধিক ঝা-চকচকে রেস্টুরেন্টে গিয়ে হানা দিয়ে চক্ষুচড়ক গাছ খাদ্য সুরক্ষা আধিকারিকের। রেস্টুরেন্ট মিলেছে বাসি খাবার থেকে ফ্রিজে রাখা পচা মাংস, সেসব দাঁড়িয়ে থেকে ভ্যাটে ফেলার ব্যবস্থা করা থেকে দোকানের মালিককে নোটিশ ধরিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন খাদ্য সুরক্ষা আধিকারিক। রেস্টুরেন্ট ছাড়াও কয়েকটি মিষ্টির দোকানে গিয়ে সেইসমস্ত দোকানে মজুত থাকা বাসি মিষ্টি ও ফ্রিজে রাখা কেজি কেজি মিষ্টি তৈরির ছানা নিজে হাতে ফ্রিজ থেকে বের করে তা ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করেন।

advertisement

দিনভর খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকের এহেন অভিযানে আলোড়ন পড়ে যায় চন্দ্রকোনা শহর জুড়ে। চন্দ্রকোনা শহরে দিনদিন বেড়ে চলেছে খাবারের দোকান। কিন্তু খাবারের গুনগত মান নিয়েও উঠছিল একাধিক অভিযোগ। এবার সেই অভিযোগ পেয়ে আসরে নামলো খাদ্য সুরক্ষা দফতর, খাবারের গুনগত মান বজায় রাখতে আগামী দিনেও এই অভিযান বজায় থাকবে বলে খাদ্য সুরক্ষা দফতরের তরফে জানানো হয়।

advertisement

আরও পড়ুন, সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষ, অবশেষে সিবিআই দফতর থেকে বের হলেন অভিষেক

আরও পড়ুন, ‘দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না, রয়্যাল বেঙ্গল হয়ে মরা ভাল,’ বিস্ফোরক অভিষেক

শনিবার সকাল থেকেও শুরু হয়েছে আরও বেশ কিছু খাবার দোকানে এই অভিযান। আর খাদ্য সুরক্ষা দফতরের এহেন অভিযানে খুশি ক্রেতা থেকে চন্দ্রকোনাবাসী সকলেই।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Crime News: নামী রেস্টুরেন্টের মাংসে এ কী হাল! ঢাকনা সরাতেই যা কাণ্ডটা ঘটল অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল