TRENDING:

Paschim Medinipur News: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সমর্থনে মেদিনীপুরে বর্ণাঢ্য পদযাত্রা জেলা কংগ্রেসের

Last Updated:

ভারতের সর্ব প্রাচীন রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস বুধবার পালিত হল গোটা দেশ জুড়ে। সারা দেশের সঙ্গে এদিন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক থেকে জেলা পর্যায়ে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আয়োজন করা হয় "ভারত জোড়ো যাত্রা"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর : ভারতের সর্ব প্রাচীন রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস বুধবার পালিত হল গোটা দেশ জুড়ে। সারা দেশের সঙ্গে এদিন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক থেকে জেলা পর্যায়ে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আয়োজন করা হয় "ভারত জোড়ো যাত্রা" এদিন সকালে মেদিনীপুর শহরে অবস্থিত জাতীয় কংগ্রেসের জেলা কার্যালয় থেকে এই "ভারত জোড়ো যাত্রা"র সমর্থনে একটি বর্ণাঢ্য মিছিল করা হয় এবং গোটা মেদিনীপুর শহর প্রদক্ষিণ করে LIC র গান্ধী মূর্তির পাদদেশে এসে শেষ হয় সেই মিছিল।
advertisement

তার আগে সকালে জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়। সাগর থেকে পাহাড় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সমর্থনে এদিন মেদিনীপুরে বর্ণাঢ্য মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে গান্ধী মূর্তির পাদদেশে একটি পথসভা করা হয় জেলা কংগ্রেসের তরফে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্বাধীনতার সময়কাল থেকে জাতীয় কংগ্রেসের দেশের প্রতি ভূমিকার উল্লেখযোগ্য দিক গুলি তুলে ধরেন কংগ্রেসের জেলা নেতারা।

advertisement

পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির কথাও তুলে ধরে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের নেতারা। মিছিল থেকে আপামর জনসাধারণের উদ্দ্যেশে দেশের অখন্ডতা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখা এবং বহুত্বের মধ্যে ঐক্যের ডাক দেওয়া হয়‌। এদিনের সমগ্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় ছাড়াও জেলা নেতা তীর্থংকর ভকত, মেদিনীপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শম্ভুনাথ চ্যাটার্জি, সঞ্জীব দত্ত, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সমর্থনে মেদিনীপুরে বর্ণাঢ্য পদযাত্রা জেলা কংগ্রেসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল