তার আগে সকালে জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়। সাগর থেকে পাহাড় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সমর্থনে এদিন মেদিনীপুরে বর্ণাঢ্য মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে গান্ধী মূর্তির পাদদেশে একটি পথসভা করা হয় জেলা কংগ্রেসের তরফে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্বাধীনতার সময়কাল থেকে জাতীয় কংগ্রেসের দেশের প্রতি ভূমিকার উল্লেখযোগ্য দিক গুলি তুলে ধরেন কংগ্রেসের জেলা নেতারা।
advertisement
পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির কথাও তুলে ধরে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের নেতারা। মিছিল থেকে আপামর জনসাধারণের উদ্দ্যেশে দেশের অখন্ডতা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখা এবং বহুত্বের মধ্যে ঐক্যের ডাক দেওয়া হয়। এদিনের সমগ্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় ছাড়াও জেলা নেতা তীর্থংকর ভকত, মেদিনীপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শম্ভুনাথ চ্যাটার্জি, সঞ্জীব দত্ত, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Partha Mukherjee