TRENDING:

West Medinipur News: না খেয়েই জোড়া মেডেল জয়, বৃষ্টির সাফল্যে খুশি কেশিয়াড়ি

Last Updated:

জোড়া মেডেল জিতে বৃষ্টি সিং বাড়ি ফেরে শুক্রবার। তাকে পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। কেশিয়াড়ির সাঁতরাপুরের বাঁশবনীপাড়াতে বাড়ি এই খুদে প্রতিভার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: আর্থিক অসচ্ছলতার মধ্যেই রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার দুটি বিভাগে প্রথম হয়েছে বৃষ্টি সিং। আদিবাসী পরিবারের সন্তান বৃষ্টি তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা দিন মজুরি করে কোনরকমে সংসার চালান। এই প্রতিবন্ধকতা সামলে জলপাইগুড়িতে আয়োজিত রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্প ও ২০০ মিটার দৌড়ে প্রথম হয় বৃষ্টি।
advertisement

গত ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে আয়োজিত হয় রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা । সেখান থেকে জোড়া মেডেল জিতে বৃষ্টি সিং বাড়ি ফেরে শুক্রবার। তাকে পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। কেশিয়াড়ির সাঁতরাপুরের বাঁশবনীপাড়াতে বাড়ি এই খুদে প্রতিভার। সে সাঁতরাপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে।

আরও পড়ুন: প্রাথমিক টেট-এ রাজ্যে দ্বিতীয় বেলদার মেঘনা, কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন? দিলেন টিপস

advertisement

বৃষ্টির এই সাফল্যে খুশি সাঁতরাপুর সহ কেশিয়াড়ি এলাকার মানুষ। কেশিয়াড়ির সাঁতরাপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী বৃষ্টি। পেটে খিদে নিয়েই সে খেলা চালিয়ে গিয়েছে। তার বাবা বাবলু সিং সামান্য দিন মজুর।

View More

বৃষ্টি সিংয়ের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান উত্তম কুমার শীট, কেশিয়াড়ির বিডিও বিপ্লবকুমার দত্ত সহ অন্যরা। সংবর্ধনা পেয়ে খুশি বৃষ্টি এবং তার পরিবার। বিডিও বিপ্লব কুমার দত্ত জানান, আর্থিক এবং পরিস্থিতি প্রতিকূলতার মধ্যেও বৃষ্টি যে সাফল্য পেয়েছে তা প্রশংসার যোগ্য। ভবিষ্যতে তাকে সবরকম সাহায্য করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: না খেয়েই জোড়া মেডেল জয়, বৃষ্টির সাফল্যে খুশি কেশিয়াড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল