West Midnapore News: প্রাথমিক টেট-এ রাজ্যে দ্বিতীয় বেলদার মেঘনা, কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন? দিলেন টিপস

Last Updated:

২০২৩ টেট পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করলেন বেলদার বাসিন্দা মেঘনা চক্রবর্তী। ১৩২ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থানাধিকারী তিনি

+
মেঘনা

মেঘনা চক্রবর্তী 

বেলদা:  ২০২৩ টেট পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করলেন বেলদার বাসিন্দা মেঘনা চক্রবর্তী। ১৩২ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থানাধিকারী তিনি। ইংরেজিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর বিএড করেন কেশিয়াড়ির এক কলেজ থেকে। ২০১৮-২০২০ শিক্ষাবর্ষে ডিগ্রি লাভের পর শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে টেটে বসেন। তাতেই সাফল্য। অনলাইনে নিজেই প্রস্তুতি নিয়েছেন মেঘনা।
মেঘনার বাবা সুজিত চক্রবর্তী পেশায় ঠিকাদার। একমাত্র মেয়ে মেঘনা। তিনি জানান, শিক্ষক হতে চান। তবে রাজ্যে এসএসসি না হওয়ায় প্রাথমিক শিক্ষকের জন্য টেটে বসেছিলেন। পরীক্ষার আগে কীভাবে প্রশিক্ষণ নিয়েছেন মেঘনা? তিনি বলেন, '' মূলত সিলেবাসের উপর জোর দিয়ে থিওরিটা নিয়মিত পড়েছি। পাশাপাশি অনলাইনে বিভিন্ন মক টেস্টগুলো দিয়েছি পরীক্ষার ১৫ দিন আগে থেকে। দুই থেকে আড়াই মাস ঠিকমতো পড়লে অনায়াসে টেট পাস করা যায়। বিশেষ করে সিলেবাস অনুযায়ী প্রাথমিকের বিভিন্ন ক্লাসের অংক, জিকে, পরিবেশ বিদ্যা-সহ বিভিন্ন বিষয়  খুঁটিয়ে পড়তে হবে।''
advertisement
মেঘলা আরও বলেন, '' দীর্ঘদিন এসএসসি না হওয়ায় টেটে বসতে হয়েছে। এখনও পর্যন্ত আমাদের ভাগ্য কী হতে চলেছে ,জানি না। যাঁরা বিএড পাশ করেছেন, তাঁরা কি আদৌ ইন্টারভিউতে ডাক পাবে ? এতদিন মেধাবীদেরও  চাকরি পাওয়া কঠিন ছিল। তবে এখন পরিস্থিতি পাল্টেছে। স্বচ্ছভাবে নিয়োগ হলে যাঁরা সত্যিই পরিশ্রম করে পড়াশোনা করেছেন, মেধা আছে, তাঁরা চাকরি পেতে পারেন।''
advertisement
advertisement
পরবর্তীতে শিক্ষক হয়ে শিক্ষকতা পেশার মধ্য দিয়ে মানুষ গড়ার কারিগর হতে চান বেলদার মেঘনা চক্রবর্তী।
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: প্রাথমিক টেট-এ রাজ্যে দ্বিতীয় বেলদার মেঘনা, কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন? দিলেন টিপস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement