পাশাপাশি শব্দবাজির ফাটাতে গিয়ে অসতর্কতা ফলে মানুষের অঙ্গহানির বিষয়টিও তুলে ধরা হয় সাধারন পথচলতি মানুষদের কাছে। এদিনের এই ছৌ নাচ দেখতে রাস্তার পাশে ভীড় জমায় সাধারন পথচলতি মানুষজন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা। পাশাপাশি গোয়ালতোড় থানার এই কর্মসূচির ফলে সাধারন মানুষের মধ্যে শব্দবাজি প্রসঙ্গে অনেকখানি সচেতন করা সম্ভব হবে বলেই মনে করছেন এলাকার সমাজ সচেতন মানুষেরা।
advertisement
আরও পড়ুনঃ ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে রঙ্গোলি! অংশ নিল স্কুলের কচিকাঁচারা
আগামিদিনে মানুষজনকে সচেতন করতে এই ধরণের উদ্যোগ গ্রহন করবে গোয়ালতোড় থানা বলে জানিয়েছেন থানার আধিকারিকরা। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণে শব্দবাজি, গ্রেফতার করা হয় নিষিদ্ধ শব্দবাজি কেনা বেচার সঙ্গে যুক্তদের। তবে জেলা পুলিশ এবং বিভিন্ন থানার পুলিশের এই সচেতনতায় আদেও কি সচেতন বোধ তৈরি হবে সাধারণ মানুষের মধ্যে, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে!
Partha Mukherjee