TRENDING:

West Midnapore News: নদীতে মিলল দৈত্যাকার ডলফিন! দাসপুরের ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

নদী থেকে উদ্ধার বিশাল আকার ডলফিন। চাঞ্চল্য দাসপুরের সীতাকুন্ড এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর: সকাল থেকে হলুস্থুল কান্ড পশ্চিম মেদিনীপুরে দাসপুরে। দাসপুরে শিলাবতী নদীতে দৈত্যাকার একটি প্রাণীকে ঘিরে রীতিমতো উৎসুক সাধারণ মানুষ। বেশ কয়েকদিন ধরে একটি দৈত্যাকার প্রাণীকে দেখা যায় নদীর জলে। শুক্রবার বনদপ্তর, পুলিশ এবং সাধারণ মানুষের সহযোগিতায় শিলাবতী নদীর জল থেকে উদ্ধার হয় প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের একটি ডলফিন।
advertisement

এই ডলফিন দেখতে সাধারণ মানুষের ভিড় জমে যায়।

প্রশাসন সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুরে দাসপুরের সীতাকুণ্ড এলাকায় শিলাবতী নদীর জলে দেখা মিলেছিল ডলফিনের। কখনও কখনও সাধারণ মানুষ জাল ফেলে ডলফিনকে ধরার চেষ্টা করেছিল। আবার কেউ নদীর জলে নেমে ডলফিন ধরতে যায়। স্বাভাবিকভাবে এই প্রাণীর জীবনহানির আশঙ্কা করেছিল বনদপ্তর ও প্রশাসন।

advertisement

আরও পড়ুন: ৩ নং প্ল্যাটফর্ম! টাটা-দানাপুর এক্সপ্রেস! এটা কী? ভিডিও-য় হাড়হিম

View More

পরে পুলিশ,বনদপ্তর এবং মহকুমা প্রশাসনের তৎপরতায় শুক্রবার নদীতে নেমে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ডলফিনটিকে। সুস্থ অবস্থায় সেই ডলফিনকে ছাড়া হবে রূপনারায়নের জলে, এমনটাই প্রশাসন সূত্রে খবর।

প্রসঙ্গত নদীর ভরা কোটাল এর সময় জোয়ারের জলে শিলাবতীর নদীতে চলে আসে ডলফিনটি। প্রায় ছয় থেকে সাত ফুট লম্বা এই ডলফিন জোয়ার না থাকার কারণে আর ফিরতে পারেনি। স্বাভাবিকভাবে বেশ কয়েকদিন ধরেই দেখা মিলেছিল ডলফিনের।

advertisement

জানা যায়, রূপনারায়ন নদী এবং শিলাবতী নদীতে রয়েছে ডলফিন। তবে জোয়ারের জলে কোন ভাবে সীতাকুণ্ড এসে আটকে যায় এই ডলফিনটি। উদ্ধার হওয়া এই ডলফিনটিকে ফের ছেড়ে দেওয়া হবে ভরা নদীর জলে। ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন, আপাতত সুস্থভাবে সাধারণ মানুষের সহযোগিতায় বনদপ্তর ও পুলিশের চেষ্টায় উদ্ধার করা হয়েছে এই ডলফিন টিকে।ছেড়ে দেওয়া হবে রূপনারায়ণ নদীতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: নদীতে মিলল দৈত্যাকার ডলফিন! দাসপুরের ঘটনায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল