TRENDING:

West Medinipur News: ঋণ পরিশোধ না করায় কৃষক পরিবারকে বাড়ি থেকে বের করে দিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

Last Updated:

২০১২ সালে ইউকো ব্যাঙ্কের খড়ার শাখায় বাড়ি বন্ধক রেখে পাঁচ লক্ষ টাকা ঋণ নেন রামচন্দ্রপুরের মালতি পান্ডে। কিন্তু গত ১২ বছরে তিনি ঋণ শোধ করতে পারেননি। আর তাই অনাদায়ী ঋণের অর্থ আদায়ের জন্য তাঁর বাড়ির দখল নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ব্যাঙ্কের কাছে বাড়ি বন্ধক রেখে ঋণ নিয়েছিল কৃষক পরিবারটি। কিন্তু পরিবারের প্রধান রোজগেরে সদস্য ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ায় চাষবাস লাটে ওঠে। যেটুকু যা টাকা ছিল তা ক্যান্সারের চিকিৎসা করতেই শেষ হয়ে যায়। গত বছর তিনি মারাও যান। ফলে ব্যাঙ্কের ঋণ শোধ করা সম্ভব হয়নি। কিন্তু তার জন্য গুনতে হল চরম মাসুল। ঋণ শোধ না করায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে বাড়ি থেকে উৎখাত করল ঋণগ্রস্থ কৃষক পরিবারটিকে। সেই সঙ্গে বাড়ির সমস্ত আসবাবপত্র বাইরে বের করে দেওয়া হয়। এরপরই ওই বাড়িটি দখল নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এখন খোলা আকাশের নিচেই দিন কাটছে ওই কৃষক পরিবারটির। ঘাটালের ঘটনা।
advertisement

২০১২ সালে ইউকো ব্যাঙ্কের খড়ার শাখায় বাড়ি বন্ধক রেখে পাঁচ লক্ষ টাকা ঋণ নেন রামচন্দ্রপুরের মালতি পান্ডে। কিন্তু গত ১২ বছরে তিনি ঋণ শোধ করতে পারেননি। আর তাই অনাদায়ী ঋণের অর্থ আদায়ের জন্য তাঁর বাড়ির দখল নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যদিও মালতিদেবীর দাবি, ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার কিছুদিনের মধ্যেই স্বামী ক্যান্সারে আক্রান্ত হন। তাঁর চিকিৎসা করতে গিয়ে সমস্ত টাকা শেষ হয়ে যায়। গত বছর শেষ পর্যন্ত তিনি মারণ রোগের সঙ্গে লড়াইয়ে হার মেনে প্রয়াত হন। তাই ব্যাঙ্কের ঋণ পরিশোধ করা সম্ভব হয়নি বলে ওই মহিলা দাবি করেন।

advertisement

আরও পড়ুন: সরকারি রেট চার্টকে থোরাই কেয়ার, ২০০ টাকা দিলে তবেই কাজ হবে, মুখের উপর জবাব আধার সেবা কেন্দ্রের

এদিকে ইউকো ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১২ বছরে মালতি পান্ডের ৫ লক্ষ টাকার ঋণ সুদ সমেত বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ টাকায়। তাঁকে বারবার নোটিশ দেওয়া হলেও তিনি ঋণের বকেয়া অর্থপরিষদ করেননি। এরপরই আদালতে গিয়ে আইন অনুযায়ী ওই মহিলার বন্ধক রাখা বাড়ি দখল নেওয়ার আর্জি জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আদালত সেই আবেদনে সাড়া দেয়। এরপরই শুক্রবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে মালতি পান্ডের বাড়িতে পৌঁছন ইউকো ব্যাঙ্কের খড়ার শাখার আধিকারিকরা। পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে দেওয়ার পাশাপাশি তাঁদের যাবতীয় আসবাবপত্র‌ও বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপরই ব্যাঙ্ক কর্তৃপক্ষ বাড়িটির দখল নেয়। আগামী সাত দিনের মধ্যে এই বাড়িটি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হবে বলে ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে। সেই বাড়ি বিক্রির টাকা থেকেই নিজেদের ঋণের বকেয়া অর্থ আদায় করবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।

advertisement

View More

স্বামীকে হারিয়ে এমনিতেই পরিবারের বাকি সদস্যদের নিয়ে সমস্যায় পড়েছিলেন মালতি পান্ডে। এই অবস্থায় মাথার উপর ছাদ হারিয়ে তিনি কার্যত দিশেহারা। কী করবেন, এরপর কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুকান্ত চক্রবর্তী

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ঋণ পরিশোধ না করায় কৃষক পরিবারকে বাড়ি থেকে বের করে দিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল