পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করার দীর্ঘ প্রচেষ্টা। প্রথম জীবনে দৌড়, দীর্ঘ লম্ফন, জ্যাভেলিন থ্রো-সহ একাধিক ইভেন্টে অংশগ্রহণ করতেন তিনি। ২০১৮ সালে অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে তৃতীয় হওয়ার পর একজন প্রফেশনাল শটপুট থ্রোয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মরিয়া চেষ্টা চালান তিনি। ঘর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে সাইকেলে গিয়ে সেখান থেকে বাসে চেপে মেদিনীপুর গিয়ে অনুশীলন করতেন তিনি। এরপর কলকাতা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, তারপর পাটিয়ালা ন্যাশনাল ক্যাম্পে বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। আর কিছুদিন পরেই অলিম্পিক। তার জন্য প্রস্তুতি নিচ্ছেন আভা।
advertisement
আরও পড়ুন: ভরসন্ধ্যায় বাড়িতে ঢুকে স্বামীকে খুন, পাশের ঘর থেকে গুলির শব্দ শুনলেন স্ত্রী! নদিয়ায় আতঙ্ক
আরও পড়ুন: বাতিল হল একাধিক ট্রেন! বেড়াতে যাওয়ার আগে চরম ভোগান্তি সাধারণ মানুষের
তবে এই যাত্রা সহজ ছিল না। খেলাধুলো করতে গিয়ে বিভিন্ন নেতিবাচক কথাও শুনতে হয়েছে তাঁকে। আভার পরিশ্রম এবং সাফল্যের কথা বলতে গিয়ে চোখে জল আসে তাঁর মায়ের। ঠিক মতো খাবার জুটত না। তবুও নিজের চেষ্টায় দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। দেশে স্বীকৃতির পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেকে মেলে ধরতে পেরেছেন প্রত্যন্ত এক গ্রামের মেয়ে। খুশিতে চোখে জল তাঁর মায়ের। চাষবাস করে মেয়ের পড়াশোনা, খেলাধুলো চালিয়ে রেখেছিলেন তাঁর বাবা। সেই কষ্টের কথা আজও মনে পড়ে তাঁর।
শুধু নারায়ণগড়ের নয়, পশ্চিম মেদিনীপুর জেলার গর্ব আভা খাটুয়া। চলতি মাস থেকে শুরু অলিম্পিকের প্রস্তুতি। আসন্ন অলিম্পিকে আভার দিকে তাকিয়ে সকলে। দেশ ও দশের কাছে নিজের এলাকাকেপ্রতিষ্ঠিত করায়খুশি সকলেই ।
রঞ্জন চন্দ