পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়্গপুরের চাঙ্গুয়াল এর বাসিন্দা অর্চিষ্মান নন্দী। চলতি শিক্ষাবর্ষে ICSE বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় ৯৯% নম্বর পেয়েছিল সে। বর্তমানে খড়্গপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে একাদশ শ্রেণির ছাত্র।
আরও পড়ুন ঃ রাতে পাহারা দেবে তৃণমূল কর্মীরা, চালানো হবে গাড়ি আটকে নাকা চেকিং
সম্প্রতি কলকাতায় CPSM এর দু’দিনব্যাপী ৩৪ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে অর্চিষ্মান এর হাতে পুরস্কার তুলে দেন কর্তৃপক্ষ। অর্চিষ্মানের বাবা মিঠুন নন্দি একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার উচ্চ পদে কর্মরত। মা অনিন্দিতা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স বিভাগের টেকনিক্যাল পদে কর্মরত।
advertisement
পরিবার সূত্রে খবর তৃতীয় শ্রেণি থেকে অর্চিষ্মান এই পরীক্ষা দিয়ে আসছে। প্রতি বছর সর্বোচ্চ গ্রেড পেয়েছে। তারই ধারাবাহিক সাফল্যের কারণে CPSM কর্তৃপক্ষ ২০২৩ সালে ভগবান চন্দ্র দে মেমোরিয়াল প্রাইজ ও প্রদান করে। অর্চিষ্মান জানিয়েছেন তারই সাফল্যে খুশি তার পরিবার পরিজন শিক্ষক শিক্ষিকা বৃন্দ। ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে খড়্গপুরের নাম উজ্জ্বল করতে চায় সে। তার এই বিশেষ সাফল্যে গর্বিত খড়গপুরবাসী
Ranjan Chanda