বনদফতরের পক্ষ থেকে মৃত হাতিটির ময়নাতদন্ত করা হবে, তারপর কি কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা জানা যাবে বলে বন দফতর এর আধিকারিক জানান। তবে হাতির মৃত্যুকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় সারা বছর ধরে জঙ্গলমহলে হাতির তাণ্ডবে ফসল ঘরবাড়ির ক্ষতি হয় এবং প্রাণ হানির ঘটনাও ঘটে। তা সত্ত্বেও জঙ্গলমহলের মানুষ হাতিকে ঠাকুর দেবতা হিসেবে পূজা করে থাকেন।
advertisement
আরও পড়ুনঃ কংক্রিটের সেতুর দাবিতে হুমগড়ে পথ অবরোধ ছাত্রছাত্রীদের
তাই ওই হাতির মৃত্যুকে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে শোক দেখা দিয়েছে। নয়াগ্রাম ব্লকের বিড়িবাড়িয়া জঙ্গল সংলগ্ন রঘুনাথপুর এলাকার মানুষেরা মৃত হাতিকে দেখতে ভীড় জমায় ঘটনাস্থলে। কেউ কেউ হাতিটিকে ফুলের মালা, সিঁদুর দিয়ে মৃত হাতিটির আত্মার শান্তি কামনাও করেন। প্রসঙ্গত, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে দলমার হাতির তান্ডব আটকাতে ইতিমধ্যেই ঝাড়গ্রামে আনা হয়েছে দুটি কুনকি হাতিকে।
Partha Mukherjee