TRENDING:

West Medinipur News: অমৃত ভারতে স্টেশনের আধুনিকীকরণ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া আমজনতার

Last Updated:

আধুনিকভাবে গড়ে তোলা হবে শহরতলীর রেল স্টেশনগুলিকে। বাজেটে এর জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। কিন্তু কেন্দ্রের এই প্রকল্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল সাধারণ মানুষের মধ্যে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: কেন্দ্রীয় বাজেটে রেলকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অমৃত ভারত স্টেশন প্রকল্পে দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিকে সর্বাধুনিকভাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে জায়গা পেয়েছে রেলের খড়্গপুর সাব ডিভিশনের ১৯ টি স্টেশন। এই নিয়ে আমজনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল।
advertisement

অমৃত ভারত স্টেশন প্রকল্পে বিমানবন্দরের আদলে গড়ে তোলা হবে নির্বাচিত রেল স্টেশনগুলিকে। থাকবে এসকেলেটর, লিফট, অত্যাধুনিক ডিসপ্লে সিস্টেম। স্টেশনে আসা যাত্রীদের জন্য থাকবে ৫-জি ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যের জন্য অত্যাধুনিক আসবাবপত্র দিয়ে তৈরি করা হবে রেলের ওয়েটিং লাউঞ্জ।

আরও পড়ুন: বিপর্যস্তকে মূল স্রোতে ফেরাতে কৃত্রিম অঙ্গদানের উদ্যোগ রোটারি ক্লাবের

advertisement

স্টেশনের এই উন্নতিকরণ নিয়ে অনেকেই উচ্ছ্বসিত হলেও কেউ কেউ আবার সংশয় প্রকাশ করেছেন। বেশ কিছুজন মনে করছে, শহরতলীর যে স্টেশনগুলোকে সাজানো হচ্ছে সেখান থেকে দূরপাল্লার ট্রেন চলাচল করে না। ফলে তাঁরা এইভাবে মোটা টাকা খরচ করে স্টেশনকে সাজিয়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েই কিছুটা যেন সংশয়ী। আবার কেউ কেউ মনে করছেন, এরপর থেকে আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধবকে স্টেশনে ছাড়তে বা নেওয়ার জন্য শহরতলীর রেলওয়ে প্ল্যাটফর্মগুলোতে ঢুকলেই রেলকে মোটা টাকা ফি দিতে হবে। এর ফলে সাধারণ মানুষের চাইলেও সহজে রেল স্টেশনে আসতে পারবে না বলে ধারণা তাঁদের।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও অনেকেই মনে করছেন, স্টেশনের উন্নতি হলে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে। পাশাপাশি ট্রেনে যাত্রা আরও আরামদায়ক হবে।

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: অমৃত ভারতে স্টেশনের আধুনিকীকরণ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া আমজনতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল