West Bardhaman News: বিপর্যস্তকে মূল স্রোতে ফেরাতে কৃত্রিম অঙ্গদানের উদ্যোগ রোটারি ক্লাবের
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
অসুখে বা দুর্ঘটনায় আজকাল অনেকেরই অঙ্গহানি হয়। ফলে বাকিটা জীবন তাঁদের ব্যাপক সমস্যার মধ্যে দিয়ে কাটাতে হয়। কিন্তু সেই সমস্যাই অনেকটা কমিয়ে বিপর্যস্ত মানুষগুলোকে আবার জীবনের মূল স্রোতে ফেরাতে কৃত্রিম অঙ্গদানের উদ্যোগ রোটারি ক্লাব অফ দুর্গাপুরের
পশ্চিম বর্ধমান: জীবন থেকে যদি কোনও অঙ্গ হারিয়ে যায়, অর্থাৎ মানুষের যদি অঙ্গহানি হয় তবে তার জীবন যুদ্ধ কয়েক গুণ কঠিন হয়ে যায়। অথচ নানারকম অসুস্থতা বা দুর্ঘটনার জেরে অনেক ক্ষেত্রেই চিকিৎসকরা বাধ্য হন মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ বাদ দিতে। অনেক ক্ষেত্রেই দেখা যায় বহু মানুষের হাত, পা চলে গিয়েছে কোনও না কোনও কারনে। আর সেইসব মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিল রোটারি ক্লাব অফ দুর্গাপুর।
রোটারি ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, দেড়শ জনকে কৃত্রিম অঙ্গ প্রদান করা হবে। ইতিমধ্যেই ৯৩ জনের তালিকা তৈরি করা হয়েছে। রোটারি ক্লাব অফ দুর্গাপুরের প্রেসিডেন্ট উদয় চ্যাটার্জি জানিয়েছেন, ইতিমধ্যেই গত জানুয়ারি মাসের ২৮ এবং ২৯ তারিখে কৃত্রিম অঙ্গ প্রদানের জন্য মাপ নেওয়া হয়েছে। ৯৩ জনের মাপ নেওয়া হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এই মাপ নেওয়ার কাজ চলবে।
advertisement
advertisement
এরই পাশাপাশি সোমবার থেকে শুরু হয়েছে অঙ্গ প্রতিস্থাপনের কাজ। রোটারি ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই মানুষকে সহায়তা করার একটা বিশেষ চিন্তা থাকে। কিন্তু অনেক সময় তা হয়ে ওঠে না। যে সমস্ত মানুষের অঙ্গহানি হয়েছে, তাঁদের জীবনের পথ চলা অনেকটাই কঠিন হয়ে যায়। তাই তাদের জীবন যুদ্ধ কিছুটা সহজ করে দিতে কৃত্রিম অঙ্গ প্রধানের যে সিদ্ধান্ত রোটারি ক্লাব নিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2023 1:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: বিপর্যস্তকে মূল স্রোতে ফেরাতে কৃত্রিম অঙ্গদানের উদ্যোগ রোটারি ক্লাবের