Hooghly News: বাঁশ-ত্রিপলের অস্থায়ী ঠিকানায় ১২ বছর ধরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র

Last Updated:

বাঁশ ও ত্রিপল দিয়ে কোনরকমে তৈরি করা হয়েছে অস্থায়ী কাঠামো। ১২ বছর ধরেই সেখানেই প্রতিদিন পড়াশোনা করানো হচ্ছে বাচ্চাদের

+
title=

আরামবাগ: দীর্ঘ ১২ বছর ধরে ত্রিপল ও বাঁশের অস্থায়ী ঠিকানাতেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ফলে আতঙ্কের মধ্যেই রোজ আইসিডিএস সেন্টারে আসছেন মিড ডে মিল রান্নার কর্মী থেকে শিক্ষিকা, এমনকি গ্রামবাসীরা। গ্রামের মানুষ সন্তানদের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠিয়ে ব্যাপক আতঙ্কে থাকে। ঘটনাটি হুগলির আরামবাগের সিংপাড়ার ২৮৮ নম্বর কেন্দ্রে।
স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, সরকারি কোন‌ও ভবন ছাড়াই দীর্ঘদিন ধরে বাঁশের উপর ত্রিপল খাটিয়ে অস্থায়ীভাবে চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এলাকার বাসিন্দাদের বাড়িতে হয় মিড ডে মিলের রান্না। এই বিষয়ে প্ৰশাসনের কোন‌ও হুঁশ নেই বলে গ্রামবাসীদের অভিযোগ। তাঁদের দাবি, যেকোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
advertisement
advertisement
এই বিষয়ে এলাকার বাসিন্দারা জানান, খোলা আকাশের নিচে রোদ, বৃষ্টির মধ্যেই বাচ্চাদের পড়াশোনা চালাচ্ছেন দিদিমণিরা। গ্রামের মানুষ যে জায়গা দিয়েছে সেখানেই কোনরকমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছে। গ্রামবাসীরা ক্ষোভের সুরে জানান, ক্লাব থেকে শুরু করে দুর্গাপুজো সবেতেই রাজ্য সরকার টাকা দিচ্ছে। কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য কোন‌ও অর্থ বরাদ্দ করা হয়নি।
এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা এক মহিলা বলেন, দীর্ঘ ১২ বছর খোলা আকাশের নিচে এভাবেই বাচ্চাদের পঠনপাঠান হচ্ছে। রান্না করার জন্য সামান্য একটি চালা আছে। তাও গ্রামের এক বাসিন্দা সহযোগিতায় করেছে বলে চলছে। পুরো বিষয়টি নিয়ে সমস্ত দফতরে জানিয়েছি, তবু সমস্যার সুরাহা হচ্ছে না।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাঁশ-ত্রিপলের অস্থায়ী ঠিকানায় ১২ বছর ধরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement