Abhishek Banerjee: ঠাকুরনগরে পুজো দিতে আসছেন অভিষেক! কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন ঘিরে ফেলা হল ঠাকুরবাড়ি?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee: জানা গিয়েছে, ঠাকুর বাড়িতে ৪০০ কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে বলে দাবি করলেন শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন।
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) দিয়ে মুড়ে ফেলা হয়েছে। শান্তনু ঠাকুরের সিএএ সচেতনতা শিবির ও সাধারণ সভার জন্যে আলাদা ব্যবস্থা করা হয়েছে।
advertisement
জানা গিয়েছে, ঠাকুর বাড়িতে ৪০০ কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে বলে দাবি করলেন শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন। তিনি বলেন, ”আমরা আগেই ঘোষণা করেছিলাম ঠাকুর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পুজো দিতে আসেন, আমাদের অসুবিধা নেই। কিন্তু কোন রাজনৈতিক সমীকরণ তৈরি করবার চেষ্টা হলে প্রতিবাদ হবে বিক্ষোভ হবে। আজ আমাদের কর্মসূচি রয়েছে, সেই কারণে নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে।”
advertisement
advertisement
প্রসঙ্গত, আগে ঠিক ছিল, নদিয়ার তাহেরপুরের সভা থেকে আবহাওয়া ভাল থাকলে হেলিকপ্টারে ঠাকুরনগর হাইস্কুলের মাঠে পৌঁছবেন অভিষেক। সেখান থেকে ৫০০ মিটার দূরত্বে ঠাকুরবাড়িতে গাড়িতেই আসবেন তিনি। কিন্তু এই রুটের কিছুটা পরিবর্তন হয়েছে বলে জানা গিয়েছে দলীয় সূত্রে।
advertisement
বনগাঁ শহরের কিষান মান্ডির মাঠে অস্থায়ী হেলিপ্যাড করা হয়েছে। সেখান থেকেই দুপুর দুটোয় গাড়িতে করে ঠাকুরবাড়িতে পৌঁছবেন অভিষেক। ঠাকুরনগরের পাশাপাশি বনগাঁ উত্তর–দক্ষিণ ও বাগদা কেন্দ্রে বসবাস বিরাট অংশের মতুয়াদের। তাই বিধানসভা নির্বাচনের আগে বনগাঁ থেকে গাড়িতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠাকুরবাড়িতে এনে রাজনৈতিক ফায়দা এবং বনগাঁর মতুয়াদেরও মন পেতে চাইছেন সাংগঠনিক জেলার তৃনমূল নেতৃত্ব।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2026 12:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: ঠাকুরনগরে পুজো দিতে আসছেন অভিষেক! কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন ঘিরে ফেলা হল ঠাকুরবাড়ি?









