গত ২২ এপ্রিল মেদিনীপুরের বিদ্যাসাগর হলে আয়োজিত হয় সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা। একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে। শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখানেই আধুনিক নৃত্যে বাংলার সেরা সেরা খেতাব ছিনিয়ে নেয় তৃতীয় শ্রেণির শিঞ্জিনী।
আরও পড়ুন: পড়ুয়াদের যাতায়াতের সমস্যা মেটালেন সুকান্ত
নৃত্যশিল্পী শিউলি পতির কাছে চার বছর বয়স থেকে সৃজনশীল নৃত্য ও ভারতনাট্যমের তালিম নিচ্ছে শিঞ্জিনী। বাবা সৌমিক সান্যাল রেলে চাকরি করেন। মা শুচিস্মিতা সান্যাল গৃহবধূ। ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল আগ্রহ শিঞ্জিনীর। নাচ ছাড়াও ছবি আঁকা, গান, পড়াশুনায় সে যথেষ্ট পারদর্শী।
advertisement
মেয়ের এই সাফল্য প্রসঙ্গে শিঞ্জিনীর মা শুচিস্মিতা জানান, এই অল্প বয়সেই নাচের জন্য যে পরিশ্রম করে শিঞ্জিনী তার ফলে পেলএবার। তার সাফল্যে খুশি নৃত্য গুরু পিউলি পতি। নৃত্য দিবসে শিঞ্জিনীর এই সাফল্যে খুশি সবাই।
রঞ্জন চন্দ