West Medinipur News: দোকান পাহারা দিতে ভিতরে ঘুমনোই কাল হল! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু যুবকের, মেদিনীপুরে মর্মান্তিক ঘটনা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
West Medinipur News: রবিবার রাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখেন, দোকান থেকে আগুন বেরোচ্ছে। বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। তবে দোকানের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় কেউই ঢুকতে পারেননি।
পিংলা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ মধ্যরাতে দোকানে বিধ্বংসী আগুন। অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হল যুবকের। প্রয়াত যুবকের বয়স মাত্র ২২ বছর, নাম অভিজিৎ মণ্ডল। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর ২ নম্বর ব্লকের হরিণা এলাকায় ১৬ নং জাতীয় সড়কের পাশে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সেই সময় দোকানেই ঘুমোচ্ছিলেন অভিজিৎ। হঠাৎ দোকানের ভিতর আগুন লেগে যায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাস্থলেই আগুনে পুড়ে মৃত্যু হয় ওই যুবকের।
আরও পড়ুনঃ ঘন কুয়াশার সুযোগে দুষ্কৃতীদের গা ঢাকা দেওয়ার দিন শেষ! সীমান্তের ‘জিরো পয়েন্টে’ পুলিশের বড় পদক্ষেপ, সঙ্গে বিএসএফ
প্রয়াত অভিজিৎ খড়গপুর ২ নং ব্লকের কালিয়াড়া ২ গ্রাম পঞ্চায়েতের হরিণা এলাকার বাসিন্দা। বাড়ি থেকে কয়েকশো মিটারের মধ্যেই তাঁর একটি ভূষিমাল দোকান রয়েছে। বাড়ির বড় ছেলে অভিজিৎই সেই দোকান চালাতেন। বছর দুয়েক আগে ওই দোকানে পরপর দু’বার চুরি হয়েছিল। এরপর থেকে রাতে দোকানেই ঘুমোতেন তিনি। শনিবার রাতেও বাড়ি থেকে খাওয়াদাওয়া করে এসে দোকানেই ঘুমোচ্ছিলেন। হঠাৎ রাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখেন, ওই দোকান থেকে আগুন বেরোচ্ছে।
advertisement
advertisement
বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন এলাকাবাসীরা। তবে দোকানের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় কেউই ঢুকতে পারেননি। খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরেই ভস্মীভূত দোকান থেকে অভিজিতের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গেই তাঁর বাড়িতেও খবর দেওয়া হয়। সোমবার বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে আনা হবে। অপরদিকে ঘটনার তদন্তের জন্য সোমবার এলাকায় ফরেন্সিক টিম আসার কথা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 12, 2026 11:35 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: দোকান পাহারা দিতে ভিতরে ঘুমনোই কাল হল! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু যুবকের, মেদিনীপুরে মর্মান্তিক ঘটনা








