বন দফতর সূত্রে জানা গিয়েছে, জঙ্গলমহলে হাতির বসবাসের জন্য বর্তমানে অনুকূল পরিবেশ গড়ে উঠেছে। জঙ্গলে খাদ্যের পর্যাপ্ত জোগান, বনাঞ্চলের বিস্তার, জলাশয়ের উপস্থিতি এবং মানুষের মধ্যে বাড়তে থাকা সচেতনতা, – এই সবকিছু মিলেই হাতির সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পাশাপাশি, বন দফতর ও সাধারণ মানুষের সহযোগিতায় বন্যপ্রাণ সংরক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে।
advertisement
আরও পড়ুন: জয়চণ্ডী পাহাড়ের কোলে ‘রণচণ্ডী’ মূর্তি! পুরুলিয়ার ঘরে ঘরে ‘দুর্গা’ তৈরি করতে অভাবনীয় কৌশল
তবে এই সুখবরের পাশাপাশি কিছু উদ্বেগের দিকও রয়েছে। প্রতিদিনই জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় হাতির হানা অব্যাহত রয়েছে। চাষের জমি নষ্ট হওয়া থেকে শুরু করে মানুষের বসতিতে ঢুকে পড়ার ঘটনাও ঘটছে। কোথাও কোথাও হাতির আক্রমণে প্রাণহানির ঘটনাও সামনে এসেছে। তবুও বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা ও মানব-হাতি সংঘাত নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখযোগ্য বিষয় হল, শুধু হাতিই নয়, জঙ্গলমহলে অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়েছে, কয়েক বছর আগে রয়েল বেঙ্গল টাইগারের উপস্থিতিও লক্ষ্য করা গিয়েছিল। এছাড়াও হায়না, নেকড়ে, বন শুয়োর, হরিণ ও ময়ূরের মত বন্যপ্রাণীর উপস্থিতি জঙ্গলমহলের জীববৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করছে।





