Dakshin Dinajpur News: পড়ুয়াদের যাতায়াতের সমস্যা মেটালেন সুকান্ত

Last Updated:

সুকান্ত মজুমদার সাংসদ তহবিল থেকে ৪০০ মিটার দীর্ঘ রাস্তার জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ করেন।

+
title=

দক্ষিণ দিনাজপুর: ছাত্র-ছাত্রীরা যাতে ভালোভাবে স্কুলে যেতে পারে তার জন্য সাংসদ তহবিলের টাকায় রাস্তা তৈরি করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদ সুকান্ত। তাঁর সাংসদ তহবিল থেকে ৫ লক্ষ টাকা খরচ করে বালুরঘাট কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি রাস্তা তৈরি করা হয়। শনিবার তার উদ্বোধন করেন খোদ সাংসদ।
বালুরঘাট শহর লাগোয়া খানপুরে কেন্দ্রীয় বিদ্যালয় অবস্থিত। শনিবার সেখানে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাস্তার উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়াড়া। এই স্কুলটির যান চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন খারাপ হয়ে পড়েছিল। ফলে ছাত্র-ছাত্রীদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদাকে জানান। বিষয়টি শুনেই তৎপর হয়ে ওঠেন সাংসদ। এরপর নিজের সাংসদ তহবিল থেকে ৪০০ মিটার দীর্ঘ রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেন।
advertisement
advertisement
কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়াদের যাতায়াতের রাস্তার সমস্যা মেটানোয় সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা। এর পাশাপাশি এলাকার আরও বেশ কিছু ছোট ছোট সমস্যার কথা সাংসদের কাছে তুলে ধরা হয়। এই সমস্যাগুলি আগামী দিনে পূরণ করার আশ্বাস দেন সুকান্ত মজুমদার
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: পড়ুয়াদের যাতায়াতের সমস্যা মেটালেন সুকান্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement