Kolkata Bus Accident: কলকাতায় ভয়াবহ বাস দুর্ঘটনা, তপসিয়া মোড়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত দশেরও বেশি যাত্রী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়। নিয়ন্ত্রণ হারিয়ে তপসিয়া মোড়ে উল্টে গেল বাস, আহত দশের বেশি যাত্রী। একজনের অবস্থা আশঙ্কাজনক। জখম যাত্রীদের নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে।
কলকাতা: মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়। নিয়ন্ত্রণ হারিয়ে তপসিয়া মোড়ে উল্টে গেল বাস, আহত দশের বেশি যাত্রী। একজনের অবস্থা আশঙ্কাজনক। জখম যাত্রীদের নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে। ঘটনায় কেউ নিহত হননি।
হাওড়া থেকে বারুইপুর গামী যাত্রীবোঝাই সরকারি বাস তোপসিয়া মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। সকাল আটটা নাগাদ তপসিয়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। স্থানীয় সূত্রে খবর, বাসের সামনের চাকা ফেটে যাওয়ার জেরেই দুর্ঘটনা। আহত দশের বেশি যাত্রী।
গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। JCB দিয়ে বাস তুলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন। ব্যস্ত অফিস টাইমে দুর্ঘটনা ঘটলেও, পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সম্পূর্ণ সচল যান চলাচল।
advertisement
advertisement
এদিকে, মঙ্গলবার সকালে অফিস টাইমে মেট্রো বিভ্রাটের মুখেও পড়েন যাত্রীরা। সেন্ট্রাল থেকে টালিগঞ্জের মধ্যে বন্ধ মেট্রো চলাচল। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল, আর মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো। সকাল ৭টার কিছু পর থেকেই সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকে পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে চলাচল করতে থাকে মেট্রো। পরে সকাল ৮টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু করা হয়। তবে সম্পূর্ণ পথে পরিষেবা এখনও চালু হয়নি। আপাতত ভাঙা পথে পরিষেবা চালু রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2026 10:19 AM IST









