পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সেই সময় দোকানেই ঘুমোচ্ছিলেন অভিজিৎ। হঠাৎ দোকানের ভিতর আগুন লেগে যায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাস্থলেই আগুনে পুড়ে মৃত্যু হয় ওই যুবকের।
advertisement
প্রয়াত অভিজিৎ খড়গপুর ২ নং ব্লকের কালিয়াড়া ২ গ্রাম পঞ্চায়েতের হরিণা এলাকার বাসিন্দা। বাড়ি থেকে কয়েকশো মিটারের মধ্যেই তাঁর একটি ভূষিমাল দোকান রয়েছে। বাড়ির বড় ছেলে অভিজিৎই সেই দোকান চালাতেন। বছর দুয়েক আগে ওই দোকানে পরপর দু’বার চুরি হয়েছিল। এরপর থেকে রাতে দোকানেই ঘুমোতেন তিনি। শনিবার রাতেও বাড়ি থেকে খাওয়াদাওয়া করে এসে দোকানেই ঘুমোচ্ছিলেন। হঠাৎ রাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখেন, ওই দোকান থেকে আগুন বেরোচ্ছে।
বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন এলাকাবাসীরা। তবে দোকানের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় কেউই ঢুকতে পারেননি। খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরেই ভস্মীভূত দোকান থেকে অভিজিতের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গেই তাঁর বাড়িতেও খবর দেওয়া হয়। সোমবার বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে আনা হবে। অপরদিকে ঘটনার তদন্তের জন্য সোমবার এলাকায় ফরেন্সিক টিম আসার কথা।
