প্রসঙ্গত বেলদা ছাড়া অন্যান্য ব্লক যেমন দাঁতন, কেশিয়াড়ি সহ একাধিক ব্লকে রয়েছে ইনডোর অডিটোরিয়াম। তবে দীর্ঘদিন সাধারণ মানুষের দাবি ছিল বেলদাতে চালু করতে হবে অডিটরিয়াম। বাম আমলে কাজ শুরু হলেও বেশ কয়েকটি দশক কেটে গেলেও চালু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। অবশেষে বেলদার মানুষজনের জন্য চালু হতে চলেছে অডিটোরিয়ামটি।
advertisement
আরও পড়ুন ঃ ঘন্টাখানেকের বৃষ্টিতে বাড়ি ও দোকানে ঢুকল জল, নাজেহাল বেলদাবাসি
প্রশাসন সূত্রে খবর, অত্যন্ত দ্রুতগতির সাথে কাজ চলছে অডিটোরিয়ামে। দ্বিতল বিশিষ্ট এই অডিটোরিয়ামে থাকবে নানান অত্যাধুনিক ব্যবস্থা। থাকবে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, পুরো অডিটোরিয়াম হল হবে শীততাপ নিয়ন্ত্রিত। বেলদার সংস্কৃতিমনস্ক মানুষ কিংবা অন্যান্য রাজনৈতিক সভা কিংবা বৈঠক করতে গেলে রাস্তার পাশে কিংবা বেলদার একটি বিদ্যালয়ে তা করতে হতো।
তবে আগামী বেশ কয়েক মাসের মধ্যেই চালু হতে চলেছে এই অডিটোরিয়াম। সাধারণের ভোটে নির্বাচিত হওয়ার পর বারংবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তদবির করেছেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। তবে ঝাঁ চকচকে অডিটরিয়াম চালু হলে আখেরে লাভ হবে সাধারণ মানুষেরই।
Ranjan Chanda