এরপর, ট্রেন থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে গিয়ে, বছর ৪৫ এর তাপস দাস নদীতে পড়ে যান। বাকিরা অবশ্য নিজেদের নিরাপদে রাখতে সমর্থ হন। অনুমান করা হচ্ছে, আরন্যক এক্সপ্রেস পারাপারের সময় ব্রিজের অনুকম্পনে (ভাইব্রেশনে) এই দুর্ঘটনা ঘটে যেতে পারে!
আরও পড়ুনঃ দেশ ব্যাপী প্লাস্টিক ব্যাগ ব্যান, মেদিনীপুর শহরে পুরসভার পলিথিনের বিরুদ্ধে অভিযান
advertisement
এখনও তাঁর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে রেলওয়ে সূত্রে। তবে, নামানো হচ্ছে এনডিআরএফ বাহিনী। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে রেলকর্মীদের মধ্যে।
আরও পড়ুনঃ ভগ্নপ্রায় ব্রীজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার! ক্ষুব্ধ সকলেই
সকাল থেকে কয়েকবার নদীতে ডুবুরি নামিয়ে খোঁজ চালানো হলেও কোনো হদিস না মেলায় অবশেষে রেলের তরফে বিপর্যয় মোকাবিলা দপ্তরে খবর দেওয়া হলে দুপুর তিনটে নাগাদ NDRF এর টিম ঘটনাস্থলে পৌঁছে নদীতে নেমে উদ্ধার কার্য শুরু করে। যদিও বিকেল ৫ টা পর্যন্ত ঐ রেলকর্মীর কোন হদিশ মেলেনি বলে সূত্রের খবর।
Partha Mukherjee