TRENDING:

Paschim Medinipur News: যুবকের মানবিকতায় ১৭ বছর পর বাড়ি ফিরলেন মানসিক ভারসাম্যহীন রাজেন্দ্র

Last Updated:

অবশেষে প্রায় ১৭ বছর পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন মধ্যপ্রদেশের পানোয়ার থানার বছর ৬৫ রাজেন্দ্র কোল। মঙ্গলবার দুপুরে পিড়াকাটা পুলিশ পোস্টের মধ্যস্থতায় তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো মানসিক ভারসাম্যহীন রাজেন্দ্রকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর : অবশেষে প্রায় ১৭ বছর পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন মধ্যপ্রদেশের পানোয়ার থানার বছর ৬৫ রাজেন্দ্র কোল। মঙ্গলবার দুপুরে পিড়াকাটা পুলিশ পোস্টের মধ্যস্থতায় তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো মানসিক ভারসাম্যহীন রাজেন্দ্রকে। প্রসঙ্গত উল্লেখ্য গত তেসরা নভেম্বর ঘুরতে ঘুরতে রাজেন্দ্র কোল পিডাকাটা এলাকায় পৌঁছে যান। পিড়াকাটা এলাকার এক যুবক ডেভিড ইমানুয়েল রাজেন্দ্র কল কে পিড়াকাটা এলাকায় ইতস্তত ঘুরতে দেখে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। ডেভিড জানতে পারেন ওই ব্যক্তি ভিন রাজ্যের বাসিন্দা, বহু বছর আগে বাড়ি ছেড়ে বেরিয়েছেন।
advertisement

এরপরই ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে গিয়ে তার সঙ্গে যোগাযোগ হয় হাম রেডিওর সঙ্গে। এরপর ডেভিড যে সংস্থার সঙ্গে যুক্ত, সেই অনিরুদ্ধ ফাউন্ডেশনের সহযোগিতায় হাম রেডিওর সদস্যদের মাধ্যমে রাজেন্দ্র কোলকে তার পরিবার পরিজনদের হাতে ফিরিয়ে দেন। রাজেন্দ্রর পরিবারের লোকেরা রাজেন্দ্রকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। প্রসঙ্গত উল্লেখ্য, বছর ২৩ এর ডেভিড স্নাতক পাস করে বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছেন। বাড়িতে আছেন মা আর ভাই। পেশায় একজন রেলকর্মী ছিলেন বাবা ইউজিন ইমানুয়েল।

advertisement

প্রায় ১৮ বছর আগে তাঁদের ছেড়ে চলে গেছেন! ভাই পিটার ইমানুয়েল অন্যের প্রাইভেট কার (ব্যক্তিগত চার চাকা) চালান। ডেভিডের ইচ্ছে ভালো কিছু করার। পড়াশোনা করেন আর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে চলেন। ভালোবাসেন মানুষের সঙ্গে মিশতে, কথা বলতে। পশু, পাখিদেরও সেবা-শুশ্রূষা করে বেড়ান। একইসঙ্গে মানবপ্রেমিক ও পশুপ্রেমী বলাই যায় তাঁকে! সেই ডেভিড যখন ভবঘুরে রাজেন্দ্র-কে দেখেন, তখনই বিগলিত হয় তাঁর মন।

advertisement

আরও পড়ুনঃ বিপ্লবীদের পীঠস্থান মেদিনীপুর, বহুতল নির্মাণের দাপটে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্য!

View More

মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে দাঁড়িয়ে ডেভিড বলেন, "কেন জানিনা ওনাকে দেখেই আমার খুব ভালো মানুষ বলে মনে হয়। ওঁর মনের মধ্যে লুকিয়ে থাকা দুঃখ-যন্ত্রণা আমাকে নাড়া দেয়। প্রথমে ওনাকে আমি বিস্কুট ও জল খেতে দিই। উনি ইশারা করে বলেন, তুমিও খাও! এরপরই, ওনাকে আমার আরও ভালো লাগে। আমাদের বাড়িতে নিয়ে আসি। দুপুরের খাওয়ার খেতে দিই। আমাদের ইশারা করে বলেন, তোমরা খেয়েছ?" এরপরই, নানা কথাবার্তা বলতে বলতে ডেভিড বুঝতে পারেন বহু বছর ধরে তিনি বাড়ি ছাড়া। হারিয়ে ফেলেছেন মানসিক ভারসাম্য।

advertisement

আরও পড়ুনঃ স্কুলের অবস্থা বেহাল! যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা!

তারপরই ডেভিডের উদ্যোগ শুরু হয়। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর ডেভিড আর তাঁর মা-ভাইয়ের মুখে এখন খুশির হাসি! প্রায় দুই দশক পর একজন অসহায় মানুষকে নিজের বাড়ি, পরিবার ফিরিয়ে দেওয়ার আনন্দ! এত সব কিছুর পরেও হৃদয়ে আছে ঈষৎ বেদনাও। ডেভিড বলেন, "মাত্র ৫ দিনে বড্ড আপন হয়ে গিয়েছিলেন। আজ দুপুরেই আমার মাকে রান্নার জন্য কাঠ কেটে দিয়েছিলেন! যখনই খেতে বসতেন, আমাদের জিজ্ঞেস করতেন, তোমরা খেয়েছ? এমন একজন মানুষ নিজের পরিবার ফিরে পাচ্ছেন, খুব আনন্দ যেমন হচ্ছে; একটু মন খারাপও তো হচ্ছেই!" ডেভিডের সুরে সুর মিলিয়ে বললেন তাঁর মা আর ভাইও। পাশে দাঁড়িয়ে থাকা পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ সুদীপ কর, এএসআই‌ নবকুমার মিদ্যা'রা একযোগে বলে উঠলেন, "এরই নাম তো মানবিকতা!"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: যুবকের মানবিকতায় ১৭ বছর পর বাড়ি ফিরলেন মানসিক ভারসাম্যহীন রাজেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল