TRENDING:

Paschim Medinipur News: এবার সুপার রান্দোনার্স হলেন মেদিনীপুরের অনুপ্রাস পাহাড়ি

Last Updated:

মেদিনীপুর সাইকেল লাভার্স গ্রুপের হাত ধরে পশ্চিম মেদিনীপুর কে বি আর এমে (BRM) আরো একটা সুপার রান্দোনার্স (Super Randonneurs) খেতাব এনে দিললেন মেদিনীপুর শহরের নগার চকের বাসিন্দা অনুপ্রাস পাহাড়ি। তাও আবার মাত্র ১৯ বছর বয়সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর সাইকেল লাভার্স গ্রুপের হাত ধরে পশ্চিম মেদিনীপুর কে বি আর এমে (BRM) আরো একটা সুপার রান্দোনার্স (Super Randonneurs) খেতাব এনে দিললেন মেদিনীপুর শহরের নগার চকের বাসিন্দা অনুপ্রাস পাহাড়ি। তাও আবার মাত্র ১৯ বছর বয়সে। এতো কম বয়সে এই সাফল্য ভারতবর্ষের খুব কম সাইক্লিস্ট-এর রয়েছে। অনুপ্রাস সবে দ্বিতীয় বর্ষের ছাত্র। এই নিয়ে অবিভক্ত মেদিনীপুর জেলার তৃতীয় সুপার রান্দোনার্স হলেন অনুপ্রাস। ইতিপূর্বে মেদিনীপুর সাইকেল লাভার্স গ্রুপের গৌতম মাহাতো এবং সন্তু রায় এই খেতাব অর্জন করেছিলেন।
অনুপ্রাস পাহাড়ীকে সংবর্ধনা মেদিনীপুর সাইকেলার্স ক্লাবের 
অনুপ্রাস পাহাড়ীকে সংবর্ধনা মেদিনীপুর সাইকেলার্স ক্লাবের 
advertisement

BRM এর পুরো নাম হলো - \"Brevets de Randonneurs Mondiax .সহজ কথা, আসলে এটা একটা লম্বা দূরত্বের সাইক্লিং স্পোর্টস। ২০০ কিমি, ৩০০ কিমি, ৪০০ কিমি ও ৬০০ কিমি সাইক্লিং করতে হয় একটা নির্দিষ্ট বেঁধে দেওয়া সময়ের মধ্যে। শারীরিক ও মানসিক সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা হল এই ইভেন্ট আর একটা সিজনে (নভেম্বর-অক্টোবর) এই চারটি ইভেন্ট কমপ্লিট করলে মেলে Super Randonneurs খেতাব। ফ্রান্সের প্যারিস শহরের AUDAX CLUB PARISIEN(ACP) এর তত্বাবধানে বর্তমানে প্রায় 40 টিরও বেশি দেশে BRM অনুষ্ঠিত হয়।

advertisement

আরও পড়ুনঃ অবসরকালে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য ৫০,০০০ টাকা দান শিক্ষকের

ভারতে এর দায়িত্বে রয়েছে Audax India Randonnuers (AIR)। কলকাতায় CNG (Cycle Network Grow) নামক একটি সাইক্লিং কমিউনিটি BRM এর আয়োজক সংস্থা। অনুপ্রাসের চোখের একটু সমস্যা আছে। হাই পাওয়ারের চশমা পরতে হয়। রাতে ভালো করে দেখতে পান না। তাও তিনি যথেষ্ট দক্ষতার সাথে বিষ্ময়কর এই মিশন সম্পূর্ণ করেছেন। সংশ্লিষ্ট অভিজ্ঞ মহলের ধারণা ভবিষ্যতে একজন প্রথিতযশা সাইক্লিস্ট হয়ে উঠতে পারার সমূহ সম্ভাবনা রয়েছে অনুপ্রাসের মধ্যে। অনুপ্রাসকে শুভেচ্ছা জানানো হয়েছে সাইকেল লাভার্স গ্রুপের পক্ষ থেকে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: এবার সুপার রান্দোনার্স হলেন মেদিনীপুরের অনুপ্রাস পাহাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল