TRENDING:

Paschim Medinipur: উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম দশে জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যানিকেতনের ২২ জন

Last Updated:

একই স্কুল থেকে প্রথম দশে ২২ জন ছাত্রছাত্রী! ভাবতেই অবাক লাগছে সবার। এমনটা যে আশা করেননি স্কুলের শিক্ষকরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: একই স্কুল থেকে প্রথম দশে ২২ জন ছাত্রছাত্রী! ভাবতেই অবাক লাগছে সবার। এমনটা যে আশা করেননি স্কুলের শিক্ষকরাও। ভেবেছিলেন ভালো ফল হবে। কিন্তু তাই বলে ভালো ফলের বন্যা। সুখবরের আনন্দে তাই মাতোয়ারা স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকেরা। এমনটাই ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক নাটেশ্বর নেতাজি বিদ্যায়তনে। স্কুলের প্রধান শিক্ষক তরুন কুমার চক্রবর্তী জানান, প্রথম দশের মধ্যে আমাদের স্কুলের ২২ জন ছাত্রছাত্রী রয়েছে। ছাত্রছাত্রীরা ভালো ফল করবে ভেবেছিলাম। কিন্তু ছাত্রছাত্রীরা আমাদের এভাবে ভরিয়ে দেবে সত্যিই ভাবতে পারিনি। আজ সত্যিই আনন্দের সীমা নাই।
advertisement

জলচক নাটশ্বরী নেতাজী বিদ্যানিকেতনের প্রথম দশে ছাত্রছাত্রীরা হল যথাক্রমে

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে প্রথম দশে পশ্চিম মেদিনীপুরের ৩৫ জন! তৈরি হল নতুন রেকর্ড!

১. সায়নদ্বীপ সামন্ত (প্রাপ্ত নং ৪৯৭) রাজ্যে দ্বিতীয়।

View More

২. পরিচয় পাড়ি (প্রাপ্ত নং ৪৯৬) রাজ্যে তৃতীয়।

৩. কিংশুক রায় (প্রাপ্ত নং ৪৯৫) রাজ্যে চতুর্থ।

advertisement

৪. সৌমদীপ মন্ডল (৪৯৫) চতুর্থ।

৫. প্রীতম মীদ্যা (৪৯৫) চতুর্থ।

৬. শ্রীকৃষ্ণ সামন্ত (৪৯৩) ষষ্ট।

৭. পিংকি খাতুন (৪৯২) সপ্তম।

৮. শান্তনু পাল (৪৯২) সপ্তম।

৯. প্রতীক মন্ডল (৪৯২) সপ্তম।

১০. শর্মিষ্ঠা ঘোড়াই (৪৯১) অষ্টম।

১১. সেক রাহুল হোসেন (৪৯১) অষ্টম।

আরও পড়ুনঃ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মেদিনীপুরের এক কলেজের ছাত্রীর

advertisement

১২. সৌম্যদ্বীপ সামন্ত (৪৯১) অষ্টম

১৩. অঙ্কন সাহু (৪৯১) অষ্টম।

১৪. সৈকত রায় (৪৯১) অষ্টম।

১৫. সাহেব দাস অধিকারী (৪৯০) নবম।

১৬. অমিয় শাসমল (৪৯০) নবম।

১৭. সতস্মিত মহাপাত্র (৪৯০) নবম।

১৮. আকাশ ঘোষ (৪৮৯) দশম।

১৯. সৌম্যদ্বীপ করন (৪৮৯) দশম।

২০. শুভজিৎ শাসমল (৪৮৯) দশম।

২১. শৈলেশ জানা (৪৮৯) দশম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

২২. পবিত্র বেরা (৪৮৯) দশম।

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম দশে জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যানিকেতনের ২২ জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল