TRENDING:

Purulia News: খেতে গিয়ে গলায় মাংসের টুকরো আটকে বিপত্তি! কাটাছেঁড়া ছাড়াই বের করলেন চিকিৎসকরা, প্রাণে বাঁচলেন রোগী

Last Updated:

Purulia News: পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট  মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বড় সাফল্য। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ অনুষ্ঠানে কব্জি ডুবিয়ে খেতে গিয়েই মারাত্মক কাণ্ড। ‌গলায় মাংসের টুকরো আটকে বাঁধল বিপত্তি। সোজা ডাক্তারের শরণাপন্ন হন পুরুলিয়া নিবাসী বছর ৪০-এর মন্তু বাউরী। শ্বাসকষ্ট নিয়ে গত ১৪ জানুয়ারি পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে ওই দিনই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। ‌
চিকিৎসকদের দক্ষতায় প্রাণে বাঁচলেন রোগী
চিকিৎসকদের দক্ষতায় প্রাণে বাঁচলেন রোগী
advertisement

মন্তুবাবুর নিঃশ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অক্সিজেনের স্যাচুরেশন মাত্রা ৫০ শতাংশে নেমে যায়। তাঁর বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করা হয়। সেই সময় ডিউটিতে ছিলেন ডঃ এস কে মাহালী ও তাঁর টিম। তড়িঘড়ি ওই রোগীর চিকিৎসা শুরু করেন তাঁরা। পরীক্ষায় টাইপ-২ রেসপিরেটরি ফেলিওর ও রেসপিরেটরি অ্যাসিডোসিস ধরা পড়ে, ফলে জরুরি ভিত্তিতে ইন্টুবেশন ও ভেন্টিলেশনের প্রয়োজন হয়। ডঃ মাহালি ও আইসিইউ টিম দ্রুততার সঙ্গে রোগীর এয়ারওয়ে সুরক্ষিত করার কাজ শুরু করেন। ম্যাগিলো ফোর্সেপ ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সঙ্গে সেটি বের করা হয়। উদ্ধার হওয়া বস্তুটি ছিল প্রায় সাত থেকে পাঁচ সেন্টিমিটারের একটি হাড় সহ মাংসের টুকরো।

advertisement

আরও পড়ুনঃ রীতি পরিণত হয়েছে রেয়াওজে! বাঁকুড়ায় প্রায় ২০০ বছরের পুরনো মুড়ি মেলা, মুড়ি খেতে হাজার হাজার মানুষের ভিড়

ভেন্টিলেশনের পর রোগী অস্থির হয়ে পড়লে মিডাজোলাম দিয়ে সেডেশন দেওয়া হয়। অ্যানেস্থেশিয়া অন-কলের পরামর্শে ফেন্টানিল ইনফিউশন শুরু করা হয়। এই বিষয়ে আইসিইউ মেডিক্যাল অফিসার ড. মাহালী বলেন, প্রথমে তাঁরা ভেবেছিলেন ওই মাংসপিণ্ড টিউমার হতে পারে। তাই কিছুটা হলেও দুশ্চিন্তার বিষয় ছিল। তাই খুবই সাবধানে ওই মাংসপিণ্ডটি বের করা হয়।‌ তবে পরবর্তীতে দেখা যায়, সেটি কোনও টিউমার নয়। বরং হাড় সহ মাংসের টুকরো, যা খেতে গিয়ে ওই রোগীর গলায় আটকে গিয়েছিল। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সাবেকিয়ানাকে ছাপিয়ে আধুনিক চমক! কালনার সরস্বতী পুজোয় AI ভাবনায় দেবী
আরও দেখুন

এই বিষয়ে মন্তুবাবু বলেন, তিনি বন্ধুদের সঙ্গে আনন্দ করে মাংস খেয়েছিলেন। সেই সময় কীভাবে গলায় মাংসের টুকরো আটকে গিয়েছিল তা তিনি বুঝতে পারেননি। শ্বাসকষ্টের সমস্যা হলে তিনি হাসপাতালে আসেন। ‌তবে বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট  মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় বড়সড় ক্ষতির মুখ থেকে রক্ষা পেলেন পুরুলিয়ার বাসিন্দা মন্তু বাউরী। ‌এটি হাসপাতালের অন্যতম সাফল্য বলে মনে করছেন শহরবাসী।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: খেতে গিয়ে গলায় মাংসের টুকরো আটকে বিপত্তি! কাটাছেঁড়া ছাড়াই বের করলেন চিকিৎসকরা, প্রাণে বাঁচলেন রোগী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল