বৃহস্পতিবার মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল শিশুটি। হঠাৎ দক্ষিণপাড়া চৌমাথা মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটি গাড়িতে ধাক্কা মারে। কিছুক্ষণের মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে থাকা শিশুটি লরির চাকার তলায় পড়ে যায়। সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুনঃ রাত জেগে প্যান্ডেল অতীত! সরস্বতী পুজোয় এখন ভরসা রেডিমেড মণ্ডপ, দাম কেমন জানুন
advertisement
এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাতক লরি পালানোর আগেই পুলিশ আটক করে। গাড়ি চালককে গ্রেফতার করা হয়। স্থানীয়দের দাবি, দক্ষিণপাড়া চৌমাথা মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, কিন্তু কোনও ট্রাফিকের ব্যবস্থা নেই। সেই কারণে এক শিশুকে এই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হতে হল। যদিও ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। স্বাভাবিকভাবেই সাড়ে চার বছরের এক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, দিনের পর দিন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। প্রশাসনের একাধিক সচেতনমূলক কর্মসূচির পরেও বেশ কিছু গাড়ি চালকদের হুঁশ ফিরছে না। কখনও অনিয়ন্ত্রিত গতি কিংবা কখনও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, আইন অমান্য করে এমন কাণ্ডের জন্যেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে বলে মনে করছে সাধারণ মানুষ।






