Readymade Pandal: রাত জেগে প্যান্ডেল অতীত! সরস্বতী পুজোয় এখন ভরসা রেডিমেড মণ্ডপ, দাম কেমন জানুন

Last Updated:

Readymade Pandal: উদ্যোক্তারা আর দীর্ঘ সময় ও বেশি খরচের ঝুঁকি নিচ্ছেন না, বরং তৈরি মণ্ডপ কিনে এনে সহজেই পুজোর আয়োজন সেরে ফেলছেন।

+
রেডিমেড

রেডিমেড প্যান্ডেল

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ আর মাত্র হাতেগোনা কয়েক ঘণ্টার অপেক্ষা। সরস্বতী পুজো ঘিরে শিলিগুড়ির স্কুল-কলেজে উচ্ছ্বাস তুঙ্গে, শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত ক্লাবগুলিও। কিন্তু এই ব্যস্ততার মাঝেই ধীরে ধীরে বদলে যাচ্ছে শহরের পুজোর ছবি। এক সময় সরস্বতী পুজো মানেই ছিল রাত জেগে প্যান্ডেল তৈরির কর্মযজ্ঞ, আজ তা প্রায় হারিয়ে যেতে বসেছে।
আগে পুজোর ক’দিন আগে শিলিগুড়ির পাড়া-মহল্লায় শোনা যেত বাঁশ কাটার শব্দ, দেখা যেত আলো জ্বালিয়ে মণ্ডপ বানানোর দৃশ্য। এখন সেই জায়গা নিয়েছে রেডিমেড বাঁশের মণ্ডপ। উদ্যোক্তারা আর দীর্ঘ সময় ও বেশি খরচের ঝুঁকি নিচ্ছেন না, বরং তৈরি মণ্ডপ কিনে এনে সহজেই পুজোর আয়োজন সেরে ফেলছেন।
আরও পড়ুনঃ বাংলায় ব্যাক টু ব্যাক তিনটি উৎসব! ‘ফেস্টিভ্যাল মুডে’ মাতোয়ারা শিলিগুড়ি, শহরে কী চলছে দেখুন
এই বদলে যাওয়া প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকার লড়াই চালাচ্ছেন বাঁশের কারিগররা। এক সময় শিলিগুড়িতে পাকা বাড়ির সংখ্যা কম থাকায় সারা বছর কাজের অভাব ছিল না তাঁদের। মূলিবাঁশের বেড়ার ঘরই ছিল বহু পরিবারের ঠিকানা। আজ শহর বদলেছে, পাকা বাড়ির ভিড়ে সেই কাজ কমলেও শহরতলিতে এখনও এই কারিগরদের ডাক পড়ে।
advertisement
advertisement
প্রায় ১৮ বছর ধরে সরস্বতী পুজোর মরসুম এলেই বাঁশের প্যান্ডেল বানিয়ে বাজারে আনেন তাঁরা। নকশা আর মাপ অনুযায়ী ৫০০ টাকা থেকে ৪০০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে এই রেডিমেড মণ্ডপ। ছোট স্কুল পুজো থেকে শুরু করে বড় ক্লাব— সবাই এখন এই মণ্ডপেই ভরসা রাখছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের সামনে বসা বিক্রেতা সুজিত দাসের কথায়, পুজোর এক মাস আগে থেকেই বিশেষ প্রস্তুতি শুরু হয়। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি থেকেও ক্রেতারা মণ্ডপ কিনতে আসেন। যদিও এই বছর এখনও পর্যন্ত বিক্রি খুব একটা জোরদার নয়, তবুও পুজোর দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আশার আলো— শেষ মুহূর্তেই বদলে যেতে পারে বাজারের ছবি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Readymade Pandal: রাত জেগে প্যান্ডেল অতীত! সরস্বতী পুজোয় এখন ভরসা রেডিমেড মণ্ডপ, দাম কেমন জানুন
Next Article
advertisement
Surat Water Tank Collapse: জলেই গেল ২১ কোটি টাকা! সুরাতে ভেঙে পড়ল বিশাল জলের ট্যাঙ্ক, ৭জন গ্রেফতার
জলেই গেল ২১ কোটি টাকা! সুরাতে ভেঙে পড়ল বিশাল জলের ট্যাঙ্ক, ৭জন গ্রেফতার
  • ওয়াটার রিজার্ভ প্রোজেক্টে পরীক্ষা-নিরিক্ষা করার সময় তা ভেঙে পড়ে

  • ঠিকাদার, কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

  • ১১ লক্ষ লিটার জল ধারণের ক্ষমতার জন্য নির্মিত হয়েছিল এই ওয়াটার প্ল্যান্ট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement