পূর্ব মেদিনীপুর জেলার কেলেঘাই নদীর তীরে তুলসী চারার মেলা। পাঁচ শতাব্দী প্রাচীন এই মেলার মূল আকর্ষণ হল তুলোর বিক্রি। প্রতিদিন রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ ভিড় জমান এই মেলায়। তাদের অধিকাংশই আসে তুলো কিনতে। মেলায় নানা ধরনের তুলো পাওয়া যায়।
আরও পড়ুন: গিজারই হয়ে যেতে পারে প্রাণঘাতী! খুব সাবধান, ব্যবহারের সময় এই ভুলগুলি করলেই সর্বনাশ, এখনই জেনে নিন
advertisement
সাধারণ সাদা তুলোর পাশাপাশি লাল, সবুজ, কালো-সহ নানান রঙের তুলো থাকে। সস্তা তুলো থেকে শুরু করে দামের তুলো থেকে শুরু করে দামি তুলো। তাই সব ধরনের ক্রেতার জন্য এখানে তুলো নায়ে হাজির দোকানদাররা।
এবছর মেলায় প্রায় ১৫০ জনের বেশি তুলোর বিক্রেতা রয়েছে। তারা কুইন্টাল কুইন্টাল তুলো নিয়ে হাজির। কেউ ১০ কুইন্টাল আবার কেউ ২০ কুইন্টাল তুলে নিয়ে এসেছেন। এখানে তুলো বিক্রি হয় কেজি দরে। দামও ভিন্ন ভিন্ন। সাধারণ তুলো কেজিতে মাত্র ৫০ টাকা থেকে পাওয়া যায়।
আরও পড়ুন: AIDS শুনেই একঘরে করল গোটা গ্রাম! উত্তরপ্রদেশে মায়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেল ১০ বছরের ছেলে
আবার কিছু বিশেষ ধরনের তুলো পাওয়া যায় ২৫০ টাকা পর্যন্ত কেজিতে। বিক্রেতারা প্রতিদিন নতুন নতুন রঙের তুলো নিয়ে আসে। ক্রেতারা তাদের পছন্দের তুলো বেছে নেন। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ীও তুলো কিনতে আসেন।
তুলসী চারার মেলা শুধু তুলো বিকিনির জন্য বিখ্যাত নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এলাকার সংস্কৃতিকে বহন করে চলেছে এই মেলা। লাল, সবুজ, সাদা বা কালো—রঙের সীমা ছাড়িয়ে এখানে আগ্রহের সীমা নেই। চারিদিকে উড়ছে শুধুই রংবেরঙের তুলো। উত্তরও কিন্তু আসেন আবার কেউ রকমারি তুলো দেখতে আসেন। বছরের মাত্র আট দিন হলেও, মেলার এই রংবেরঙের তুলোর দৃশ্য নদীর নদীর তীরকে জীবন্ত করে তোলে।





