Geyser: গিজারই হয়ে যেতে পারে প্রাণঘাতী! খুব সাবধান, ব্যবহারের সময় এই ভুলগুলি করলেই সর্বনাশ, এখনই জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Geyser Safety Tips: বেশিরভাগ বাড়ির বাথরুমেই তাই জায়গা করে নিয়েছে গিজার৷ স্যুইচ অন করলেই কয়েক মিনিটে ট্যাপ খুললেই বেরোচ্ছে গরম জল৷ রোজের ব্যস্ত জীবনে তাই গিজারের ব্যবহার বাড়ছে দিন দিন৷
advertisement
advertisement
advertisement
সার্ভিসিং: বৈদ্যুতিন যেকোনও মেশিনের ক্ষেত্রেই সার্ভিসিংয়ের বড় ভূমিকা রয়েছে৷ প্রতি বছর গিজার সার্ভিস করানো প্রয়োজন৷ এতে গিজারে কোনও সমস্যা থাকলে বা ভবিষ্যতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে তা আগে থেকেই জানা যায়। শীতকালে গরম পানির জন্য গিজার সবচেয়ে বেশি ব্যবহার হয়, তাই এ বিষয়টি অবহেলা করা উচিত নয়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অনেক সময় গিজার লাগানোর সময় সস্তা ওয়্যারিং, খোলা তার বা নিম্নমানের প্লাগ ব্যবহার করা হয়। মানুষ খেয়াল করে না যে গিজার অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করে। এর ফলে শর্ট সার্কিট এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বড় কারণ তৈরি হয়। গিজার সবসময় ভালো মানের ওয়্যারিংয়ের সঙ্গেই সংযুক্ত করা উচিত। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)









