Geyser: গিজারই হয়ে যেতে পারে প্রাণঘাতী! খুব সাবধান, ব্যবহারের সময় এই ভুলগুলি করলেই সর্বনাশ, এখনই জেনে নিন

Last Updated:
Geyser Safety Tips: বেশিরভাগ বাড়ির বাথরুমেই তাই জায়গা করে নিয়েছে গিজার৷ স্যুইচ অন করলেই কয়েক মিনিটে ট্যাপ খুললেই বেরোচ্ছে গরম জল৷ রোজের ব্যস্ত জীবনে তাই গিজারের ব্যবহার বাড়ছে দিন দিন৷
1/9
শীতের কনকনে ঠান্ডায় জলে হাত দিলেই শক খাওয়ার মতো দশা হয়৷ বেশিরভাগ বাড়ির বাথরুমেই তাই জায়গা করে নিয়েছে গিজার৷ স্যুইচ অন করলেই কয়েক মিনিটে ট্যাপ খুললেই বেরোচ্ছে গরম জল৷ রোজের ব্যস্ত জীবনে তাই গিজারের ব্যবহার বাড়ছে দিন দিন৷
শীতের কনকনে ঠান্ডায় জলে হাত দিলেই শক খাওয়ার মতো দশা হয়৷ বেশিরভাগ বাড়ির বাথরুমেই তাই জায়গা করে নিয়েছে গিজার৷ স্যুইচ অন করলেই কয়েক মিনিটে ট্যাপ খুললেই বেরোচ্ছে গরম জল৷ রোজের ব্যস্ত জীবনে তাই গিজারের ব্যবহার বাড়ছে দিন দিন৷
advertisement
2/9
কিন্তু দ্রুত জল গরম করার এই মেশিন কাজের হলেও বিদ্যুৎ চালিত এই মেশিন থেকে রয়েছে বিপদের ঝুঁকিও৷ গিজার ব্যবহারে ছোট্ট ভুল থেকেই হতে পারে মারাত্মক বিপদ৷ এমনকী প্রাণের ঝুঁকিও হতে পারে৷ গিজারের থেকে বিদ্যুতাড়িত হয়ে বাথরুমেই মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন, এমন ঘটনার উদাহরণও রয়েছে৷
কিন্তু দ্রুত জল গরম করার এই মেশিন কাজের হলেও বিদ্যুৎ চালিত এই মেশিন থেকে রয়েছে বিপদের ঝুঁকিও৷ গিজার ব্যবহারে ছোট্ট ভুল থেকেই হতে পারে মারাত্মক বিপদ৷ এমনকী প্রাণের ঝুঁকিও হতে পারে৷ গিজারের থেকে বিদ্যুতাড়িত হয়ে বাথরুমেই মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন, এমন ঘটনার উদাহরণও রয়েছে৷
advertisement
3/9
তাই গিজার ব্যবহারের সময় বেশ কিছু নিয়ম মনে রেখেই ব্যবহার করা উচিত৷ নতুবা ছোট ছোট ভুল থেকেই হতে পারে ভয়ঙ্কর বিপদ৷  Image AI
তাই গিজার ব্যবহারের সময় বেশ কিছু নিয়ম মনে রেখেই ব্যবহার করা উচিত৷ নতুবা ছোট ছোট ভুল থেকেই হতে পারে ভয়ঙ্কর বিপদ৷ Image AI
advertisement
4/9
সার্ভিসিং: বৈদ্যুতিন যেকোনও মেশিনের ক্ষেত্রেই সার্ভিসিংয়ের বড় ভূমিকা রয়েছে৷ প্রতি বছর গিজার সার্ভিস করানো প্রয়োজন৷ এতে গিজারে কোনও সমস্যা থাকলে বা ভবিষ্যতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে তা আগে থেকেই জানা যায়। শীতকালে গরম পানির জন্য গিজার সবচেয়ে বেশি ব্যবহার হয়, তাই এ বিষয়টি অবহেলা করা উচিত নয়৷
সার্ভিসিং: বৈদ্যুতিন যেকোনও মেশিনের ক্ষেত্রেই সার্ভিসিংয়ের বড় ভূমিকা রয়েছে৷ প্রতি বছর গিজার সার্ভিস করানো প্রয়োজন৷ এতে গিজারে কোনও সমস্যা থাকলে বা ভবিষ্যতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে তা আগে থেকেই জানা যায়। শীতকালে গরম পানির জন্য গিজার সবচেয়ে বেশি ব্যবহার হয়, তাই এ বিষয়টি অবহেলা করা উচিত নয়৷
advertisement
5/9
বন্ধ করা প্রয়োজন গিজার: জল গরম হয়ে গেলে বন্ধ করে দেওয়া প্রয়োজন গিজারের স্যুইচ৷ গিজার বন্ধ করে বাথরুমে জল ব্যবহার করুন।
বন্ধ করা প্রয়োজন গিজার: জল গরম হয়ে গেলে বন্ধ করে দেওয়া প্রয়োজন গিজারের স্যুইচ৷ গিজার বন্ধ করে বাথরুমে জল ব্যবহার করুন।
advertisement
6/9
যেসব বাথরুমে ভেন্টিলেশন নেই, সেখানে এটি বিশেষভাবে জরুরি। গিজার ব্যবহার করার সময় এসব বিষয় মাথায় রাখলে এ ধরনের বিপদ এড়ানো সহজ হয়।
যেসব বাথরুমে ভেন্টিলেশন নেই, সেখানে এটি বিশেষভাবে জরুরি। গিজার ব্যবহার করার সময় এসব বিষয় মাথায় রাখলে এ ধরনের বিপদ এড়ানো সহজ হয়।
advertisement
7/9
গিজারের স্যুইচ অন রেখে স্নান করতে শুরু করেন বেশিরভাগজন৷ বিশেষজ্ঞদের মতে এটি বড় ভুল৷ গিজারের স্যুইচ বন্ধ করে তারপরই স্নান করা ভাল৷ কারণ গিজার দীর্ঘ সময় চালু রাখলে ওভারহিটিং এবং গ্যাস লিকের ঝুঁকি বেড়ে যায়। তাই স্যুইচ বন্ধ করে স্নান করাই বেশি নিরাপদ৷
গিজারের স্যুইচ অন রেখে স্নান করতে শুরু করেন বেশিরভাগজন৷ বিশেষজ্ঞদের মতে এটি বড় ভুল৷ গিজারের স্যুইচ বন্ধ করে তারপরই স্নান করা ভাল৷ কারণ গিজার দীর্ঘ সময় চালু রাখলে ওভারহিটিং এবং গ্যাস লিকের ঝুঁকি বেড়ে যায়। তাই স্যুইচ বন্ধ করে স্নান করাই বেশি নিরাপদ৷
advertisement
8/9
গিজারের স্যুইচে ভেজা হাত নয়: বাথরুমে সুইচ বোর্ডের কাছে জল পড়লে বা ভেজা হাতে গিজারের স্যুইচে হাত পড়লেও বড় বিপদ হতে পারে৷ তাই খেয়াল রাখা প্রয়োজন বাথরুমে গিজারের স্যুইচ যেন উপরের দিকে থাকে।
গিজারের স্যুইচে ভেজা হাত নয়: বাথরুমে সুইচ বোর্ডের কাছে জল পড়লে বা ভেজা হাতে গিজারের স্যুইচে হাত পড়লেও বড় বিপদ হতে পারে৷ তাই খেয়াল রাখা প্রয়োজন বাথরুমে গিজারের স্যুইচ যেন উপরের দিকে থাকে।
advertisement
9/9
অনেক সময় গিজার লাগানোর সময় সস্তা ওয়্যারিং, খোলা তার বা নিম্নমানের প্লাগ ব্যবহার করা হয়। মানুষ খেয়াল করে না যে গিজার অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করে। এর ফলে শর্ট সার্কিট এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বড় কারণ তৈরি হয়। গিজার সবসময় ভালো মানের ওয়্যারিংয়ের সঙ্গেই সংযুক্ত করা উচিত।
অনেক সময় গিজার লাগানোর সময় সস্তা ওয়্যারিং, খোলা তার বা নিম্নমানের প্লাগ ব্যবহার করা হয়। মানুষ খেয়াল করে না যে গিজার অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করে। এর ফলে শর্ট সার্কিট এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বড় কারণ তৈরি হয়। গিজার সবসময় ভালো মানের ওয়্যারিংয়ের সঙ্গেই সংযুক্ত করা উচিত। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement