দুর্ঘটনাটি হয়েছে গলসির বড়মুড়িয়ায়। জানা গিয়েছে, বর্ধমানমুখী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাইকের পিছনে ধাক্কা মারলে বাইকের পিছনে থাকা ওই ব্যক্তি জাতীয় সড়কে ওপর ছিটকে পড়ে যায়। অন্যদিকে বাইক চালক বাইক সহ ফ্লাইওভারের গার্ডওয়াল টপকে একেবারে নীচে সার্ভিস রোডে গিয়ে পড়ে। উল্টে যায় চারাচাকা গাড়িটিও। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: তিরঙ্গা আলোয় মুড়ল নবাবের মহল, দেশপ্রেমের জোয়ারে ভাসছে হাজারদুয়ারি! ভোলবদল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে
পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, চারচাকা গাড়িটি প্রচন্ড গতিতে এসে বাইকের পিছনে ধাক্কা মারে। তার পরেই গার্ডওয়ালে গিয়ে ধাক্কা মেরে উল্টে যায় চারচাকাটি। প্রত্যক্ষদর্শী শেখ রাজু বলেন, দুজন বাইক নিয়ে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় কলসির বড়মুরিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপরে পিছন থেকে একটি চার চাকার গাড়ি ধাক্কা মারে বাইকটিকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উপর থেকে বাইক নিয়ে সার্ভিস রোডে পড়ে যান বাইক চালক। আর বাইক আরোহী জাতীয় সড়কের ওপরে পড়ে যান। তাঁদের নাম এখনও জানা যায়নি। তবে বাইক আরোহীর বাড়ি রাজবাড়ির কাছে বলে জানা গিয়েছে। বাইকে ধাক্কা মেরে চারচাকাটিও উল্টে যায়। কিন্তু ওই চারচাকার মধ্যে ঘটনার পর আর কাউকে দেখা যায়নি।






