রসায়নে অবদানের স্বীকৃতি পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডঃ মহেন্দ্র নাথ রায়
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন ডঃ মহেন্দ্র নাথ রায়। কেন্দ্র সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কারের ঘোষণা হতেই আবেগে ভাসলেন তিনি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন ডিন ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন অধ্যাপক মহেন্দ্রনাথ রায়। রসায়ন বিভাগে দীর্ঘ শিক্ষাজীবন ও সমাজের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবেই এ বছর তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার ঘোষণা করা হয়েছে।
আলিপুরদুয়ার: পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন ডঃ মহেন্দ্র নাথ রায়। কেন্দ্র সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কারের ঘোষণা হতেই আবেগে ভাসলেন তিনি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন ডিন ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন অধ্যাপক মহেন্দ্রনাথ রায়। রসায়ন বিভাগে দীর্ঘ শিক্ষাজীবন ও সমাজের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবেই এ বছর তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, জীবনের সবথেকে বড় প্রাপ্তি এটা। আমি কৃষক পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই দারিদ্রতা খুব কাছ থেকে দেখেছি। কিন্তু সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি।নিজের এই সম্মানকে তিনি কখনও ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখেন না। তাঁর মতে, নীরবে সমাজের জন্য কাজ করে যাওয়া অসংখ্য মানুষের প্রতি এ এক সম্মান। অর্থনৈতিক সঙ্কট, সামাজিক বাধা ও ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়েই এগিয়ে চলেছে তাঁর জীবনপথ। তবে মানুষের মুখে হাসি ফোটানোর ইচ্ছাই তাঁকে বারবার অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি। এর আগেও শিক্ষারত্ন, শিক্ষা জ্যোতি, বঙ্গ ভূষণ পুরস্কার ও সিভি রমন পুরস্কার সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি।
advertisement
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2026 9:07 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
রসায়নে অবদানের স্বীকৃতি পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডঃ মহেন্দ্র নাথ রায়











