Birbhum News: হাসিমুখে আর বাড়ি ফেরা হল না, ডাম্পারের চাকায় পিষে চিরঘুমের দেশে দুই বন্ধু! অপরজন হাসপাতালে
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Birbhum News: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বাঁধেরশোল মোড়ে বাইক-ডাম্পার সংঘর্ষে দুবরাজপুরের দু'ই যুবকের মৃত্যু। আহত আরও এক।
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের সদাইপুর থানা এলাকার বাঁধেরশোল মোড়ের কাছে রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’ই বাইক আরোহী। আহত হয়েছেন আরও একজন। রবিবার সন্ধ্যা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ছোট্টু আহমেদ ও সুরোজ আহমেদ।
দু’জনেরই বাড়ি দুবরাজপুর থানার দাসপুর খণ্ডগ্রাম এলাকায়। আহত যুবকের নাম আশিস বাউড়ি। তাঁকেও সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি বাইকে করে সিউড়ি থেকে দুবরাজপুরের দিকে ফিরছিলেন। বাঁধেরশোল গ্রামের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে একটি মোটরচালিত ভ্যান রিকশাকে ধাক্কা মারলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে।
advertisement
আরও পড়ুন: ফুটবল থেকে খো-খো, ২৭ কলেজের লড়াই দেখে চোখ ধাঁধিয়ে যাবে! মাঠ কাঁপাল ওস্তাদ পড়ুয়ারা
সেই সময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার দু’জন বাইক আরোহীকে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তৃতীয় আরোহী আশিস বাউড়ি তুলনামূলকভাবে দূরে ছিটকে পড়ায় প্রাণে বেঁচে যান। তবে তাঁর একটি পা ভেঙে যায়। দুর্ঘটনায় একটি চায়না ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে সদাইপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটি আটক করা হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Location :
Birbhum,West Bengal
First Published :
Jan 25, 2026 9:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: হাসিমুখে আর বাড়ি ফেরা হল না, ডাম্পারের চাকায় পিষে চিরঘুমের দেশে দুই বন্ধু! অপরজন হাসপাতালে











