South 24 Parganas News: ফুটবল থেকে খো-খো, ২৭ কলেজের লড়াই দেখে চোখ ধাঁধিয়ে যাবে! মাঠ কাঁপাল ওস্তাদ পড়ুয়ারা

Last Updated:

South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনায় আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের তত্ত্বাবধানে আয়োজন।

+
অনুষ্ঠানের

অনুষ্ঠানের মঞ্চে অতিথিরা

ঠাকুরপুকুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দক্ষিণ ২৪ পরগনায় শুরু হল আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতা ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ২৪ ও ২৫ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি। বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুর-এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই দক্ষিণ ২৪ পরগনা জেলা আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এবং ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক অর্ণব মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনা জেলার ২৭টি কলেজের মোট ৫৩০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ১৭২ জন ছাত্রী। এই পরিসংখ্যান প্রমাণ করছে খেলাধূলায় আগের থেকে মহিলাদের অংশগ্রহণ বেড়েছে।
advertisement
আরও পড়ুন: তিরঙ্গা আলোয় মুড়ল নবাবের মহল, দেশপ্রেমের জোয়ারে ভাসছে হাজারদুয়ারি! ভোলবদল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে
এই জেলা আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ট্রাক এন্ড ফিল্ড অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পাশাপাশি ফুটবল এবং খো-খো খেলার আয়োজন করা হয়। উদ্বোধনী ভাষণে রত্না চ্যাটার্জি বলেন ছাত্রজীবনে শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়ক হবে। এ অনুষ্ঠানে অংশ নেওয়ায় বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ ড: ভাস্কর মহানায়ক উচ্চশিক্ষা দফতর ও অংশগ্রহণকারী কলেজদের ধন্যবাদ জানিয়েছেন।‌
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক অর্ণব মণ্ডল তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং বলেন যে অধ্যবসায়, দলগত সহযোগিতা খেলাধুলায় সফলতার চাবিকাঠি।পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াস্পৃহা মনোভাব এবং সার্বিক বিকাশকে উৎসাহিত করা। যা সফল হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ফুটবল থেকে খো-খো, ২৭ কলেজের লড়াই দেখে চোখ ধাঁধিয়ে যাবে! মাঠ কাঁপাল ওস্তাদ পড়ুয়ারা