আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন তিনি।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিকাঠামো গড়ে তুলতে তার অবদান ছিল অনস্বীকার্য।টানা দু’বছর তিনি ওই পদে ছিলেন। তার পরে ওই পদে তাঁর আর মেয়াদ বৃদ্ধি না হওয়ায় নিজের পুরনো প্রতিষ্ঠান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফিরে যান মহেন্দ্রনাথ। কোচবিহারের হলদিবাড়ির বক্সীগঞ্জে এক কৃষক পরিবারে জন্ম তার।মহেন্দ্র বাবু ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন।গ্রামের প্রাথমিক স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ার সময় জাতীয় বৃত্তি পান তা দিয়ে চলে আগামীতে পড়ার খরচ। পরে গ্রামের এক জুনিয়র হাইস্কুলে ভর্তি হন। পরবর্তীতে হলদিবাড়ি হাইস্কুলে পড়াশোনা করেন সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।১৯৮৫ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন। ১৯৮৭ সালের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় গবেষণা শুরু করেন।১৯৯১ সালে পিএইচডি লাভ করেন। ১৯৯৫ সালে তিনি অধ্যাপক হিসেবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যোগ দেন।বঙ্গভূষণ সম্মান তিনি পেয়েছেন। আলিপুরদুয়ার থাকাকালীন দরিদ্র এবং মেধাবী পড়ুয়াদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছিলেন।
advertisement
পদ্মশ্রী পুরস্কার তিনি পাচ্ছেন শিক্ষা ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য।তাঁর এই সম্মান উত্তরবঙ্গবাসীর মেরুদন্ড আবারও সোজা করে দিল বলে জানাচ্ছেন শিক্ষাবিদরা।
