North 24 Parganas News: বিদেশে স্বপ্নের চাকরির টোপ, বাস্তবে লক্ষাধিক টাকার ফাঁদ! প্রতারণার এই ছক জানলে শিউরে উঠবেন
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
North 24 Parganas News: বিদেশে কাজ দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার এক।
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: বিদেশে কাজ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গাইঘাটার গ্রেফতার এক। জানা গিয়েছে, বিদেশে কাজ দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সাহেব আলি মণ্ডল। তিনি বনগাঁ থানার পাইকপাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাইঘাটা থানার ঠাকুরনগর চিকনপাড়ার বাসিন্দা শ্যামল কুমার বিশ্বাস। তার দাবি, অভিযুক্ত সাহেব আলি মণ্ডল তাঁর দুই ভাইকে সিঙ্গাপুর ও আলবেনিয়ায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। চাকরি পাইয়ে দেওয়ার নামে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর তাঁর কাছ থেকে মোট ৪ লক্ষ ২০ হাজার টাকা নেয় অভিযুক্ত। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরির ব্যবস্থা হয়নি।এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি।
advertisement
আরও পড়ুন: তিরঙ্গা আলোয় মুড়ল নবাবের মহল, দেশপ্রেমের জোয়ারে ভাসছে হাজারদুয়ারি! ভোলবদল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে
advertisement
অভিযোগকারীর আরও দাবি, টাকা ফেরত চাইলে অভিযুক্ত সাহেব আলি মণ্ডল জানান, তিনি ওই টাকা আর এক অভিযুক্ত শাহানওয়াজ এসকে দিয়েছেন। এই ঘটনায় সাহেব আলি মণ্ডল ও শাহানওয়াজ এসকে-র বিরুদ্ধে গাইঘাটা থানার প্রতারণার অভিযোগ দায়ের করেন শ্যামল। অভিযোগ পেয়ে সাহেব আলিকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে আর এক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।
advertisement
আরও পড়ুন: মা ঘরে থাকবে সারাবছর, জলে দিলেও গলবে না! বাঁকুড়ার শিল্পীর ‘অ্যান্টি বিসর্জন’ ভাবনায় নয়া চমক
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চাকরি পাওয়ার জন্য টাকা দিয়ে যেভাবে প্রতারিত হতে হয়েছে, তাতে রীতিমতো ভেঙে পড়েছেন অভিযোগকারী। অন্যদিকে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা বড় কোনও চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। তাছাড়াও অপর এক অভিযুক্তের খোঁজেও চলছে তল্লাশি।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 25, 2026 8:36 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বিদেশে স্বপ্নের চাকরির টোপ, বাস্তবে লক্ষাধিক টাকার ফাঁদ! প্রতারণার এই ছক জানলে শিউরে উঠবেন











