advertisement

Micro Art: মা ঘরে থাকবে সারাবছর, জলে দিলেও গলবে না! বাঁকুড়ার শিল্পীর ‘অ্যান্টি বিসর্জন’ ভাবনায় নয়া চমক

Last Updated:
Bankura Micro Art: মাত্র ২ ইঞ্চির মা সরস্বতীকে বোতলের ভেতরে স্থাপন করে অভিনব আন্টি বিসর্জন মূর্তি তৈরি করেছেন বাঁকুড়ার জুনবেদিয়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।
1/6
পান্তা ভাতের দিনেই অভিনব শিল্পকর্মে নজর কাড়লেন বাঁকুড়ার শিল্পী। জেলার জুনবেদিয়ার বাসিন্দা শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় একেবারে ব্যতিক্রমী ভাবনায় ছোট্ট একটি বোতলের ভিতরে স্থান দিয়েছেন বিদ্যা ও শিল্পের দেবী মা সরস্বতীকে। মাত্র ২ ইঞ্চির এই প্রতিকৃতি কীভাবে বোতলের ভিতরে স্থাপন করা হয়েছে, তা দেখে বিস্মিত হচ্ছেন শিল্পপ্রেমীরা। (ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোোপাধ্যায়)
পান্তা ভাতের দিনেই অভিনব শিল্পকর্মে নজর কাড়লেন বাঁকুড়ার শিল্পী। জেলার জুনবেদিয়ার বাসিন্দা শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় একেবারে ব্যতিক্রমী ভাবনায় ছোট্ট একটি বোতলের ভিতরে স্থান দিয়েছেন বিদ্যা ও শিল্পের দেবী মা সরস্বতীকে। মাত্র ২ ইঞ্চির এই প্রতিকৃতি কীভাবে বোতলের ভিতরে স্থাপন করা হয়েছে, তা দেখে বিস্মিত হচ্ছেন শিল্পপ্রেমীরা। (ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোোপাধ্যায়)
advertisement
2/6
এই ক্ষুদ্রাকৃতির মা সরস্বতীর মূর্তিটি আকারে ছোট হলেও শিল্পমান ও ভাবনায় অত্যন্ত গভীর। বোতলের ভিতরে নিখুঁতভাবে নির্মিত এই প্রতিকৃতি দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। শিল্পীর হাতের নিপুণতায় দেবীর মুখাবয়ব থেকে শুরু করে প্রতিটি সূক্ষ্ম দিক ফুটে উঠেছে, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এই ক্ষুদ্রাকৃতির মা সরস্বতীর মূর্তিটি আকারে ছোট হলেও শিল্পমান ও ভাবনায় অত্যন্ত গভীর। বোতলের ভিতরে নিখুঁতভাবে নির্মিত এই প্রতিকৃতি দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। শিল্পীর হাতের নিপুণতায় দেবীর মুখাবয়ব থেকে শুরু করে প্রতিটি সূক্ষ্ম দিক ফুটে উঠেছে, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
advertisement
3/6
শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই মূর্তিটি তৈরি করতে তাঁর সময় লেগেছে প্রায় ১০ দিন। অত্যন্ত ধৈর্য ও যত্ন নিয়ে তিনি কাজটি সম্পন্ন করেছেন। মাত্র ২ ইঞ্চির মূর্তির প্রতিটি অংশ নিখুঁতভাবে গড়ে তোলাই ছিল তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই মূর্তিটি তৈরি করতে তাঁর সময় লেগেছে প্রায় ১০ দিন। অত্যন্ত ধৈর্য ও যত্ন নিয়ে তিনি কাজটি সম্পন্ন করেছেন। মাত্র ২ ইঞ্চির মূর্তির প্রতিটি অংশ নিখুঁতভাবে গড়ে তোলাই ছিল তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
advertisement
4/6
এই শিল্পকর্মের পেছনে রয়েছে এক আবেগঘন ভাবনা। শিল্পীর কথায়, পুজোর পর মা সরস্বতীকে বিসর্জন দিতে গিয়ে তাঁর মন খারাপ হয়। সেই কষ্ট থেকেই এমন অভিনব আইডিয়ার জন্ম। তিনি এমন একটি মূর্তি তৈরি করেছেন, যা বিসর্জন দিলেও জলে গলে যাবে না এবং অক্ষত অবস্থায় থেকে যাবে।
এই শিল্পকর্মের পেছনে রয়েছে এক আবেগঘন ভাবনা। শিল্পীর কথায়, পুজোর পর মা সরস্বতীকে বিসর্জন দিতে গিয়ে তাঁর মন খারাপ হয়। সেই কষ্ট থেকেই এমন অভিনব আইডিয়ার জন্ম। তিনি এমন একটি মূর্তি তৈরি করেছেন, যা বিসর্জন দিলেও জলে গলে যাবে না এবং অক্ষত অবস্থায় থেকে যাবে।
advertisement
5/6
শিল্পী জানিয়েছেন, মায়ের অ্যান্টি বিসর্জন মূর্তিটি জলে ভাসিয়ে দিলে সেটি নষ্ট হবে না। ফলে বিসর্জনের পরেও দেবীকে নিজের কাছে সংরক্ষণ করে রাখা সম্ভব হবে। বিদ্যার দেবীকে অক্ষতভাবে নিজের কাছে ধরে রাখার ইচ্ছাই তাঁকে এই ব্যতিক্রমী শিল্পকর্ম তৈরিতে অনুপ্রাণিত করেছে।
শিল্পী জানিয়েছেন, মায়ের অ্যান্টি বিসর্জন মূর্তিটি জলে ভাসিয়ে দিলে সেটি নষ্ট হবে না। ফলে বিসর্জনের পরেও দেবীকে নিজের কাছে সংরক্ষণ করে রাখা সম্ভব হবে। বিদ্যার দেবীকে অক্ষতভাবে নিজের কাছে ধরে রাখার ইচ্ছাই তাঁকে এই ব্যতিক্রমী শিল্পকর্ম তৈরিতে অনুপ্রাণিত করেছে।
advertisement
6/6
এই অভিনব শিল্পকর্ম ইতিমধ্যেই বাঁকুড়ার শিল্পমহলে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় মানুষজনের পাশাপাশি শিল্পপ্রেমীরাও এই সৃষ্টিকে সাধুবাদ জানিয়েছেন। পান্তা ভাতের দিনে এমন এক অনন্য শিল্পভাবনার মাধ্যমে মা সরস্বতীকে নতুনভাবে তুলে ধরে শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় আবারও প্রমাণ করলেন, শিল্পের কোনও সীমা নেই। (ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোোপাধ্যায়)
এই অভিনব শিল্পকর্ম ইতিমধ্যেই বাঁকুড়ার শিল্পমহলে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় মানুষজনের পাশাপাশি শিল্পপ্রেমীরাও এই সৃষ্টিকে সাধুবাদ জানিয়েছেন। পান্তা ভাতের দিনে এমন এক অনন্য শিল্পভাবনার মাধ্যমে মা সরস্বতীকে নতুনভাবে তুলে ধরে শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় আবারও প্রমাণ করলেন, শিল্পের কোনও সীমা নেই। (ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement