Micro Art: মা ঘরে থাকবে সারাবছর, জলে দিলেও গলবে না! বাঁকুড়ার শিল্পীর ‘অ্যান্টি বিসর্জন’ ভাবনায় নয়া চমক
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Bankura Micro Art: মাত্র ২ ইঞ্চির মা সরস্বতীকে বোতলের ভেতরে স্থাপন করে অভিনব আন্টি বিসর্জন মূর্তি তৈরি করেছেন বাঁকুড়ার জুনবেদিয়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।
পান্তা ভাতের দিনেই অভিনব শিল্পকর্মে নজর কাড়লেন বাঁকুড়ার শিল্পী। জেলার জুনবেদিয়ার বাসিন্দা শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় একেবারে ব্যতিক্রমী ভাবনায় ছোট্ট একটি বোতলের ভিতরে স্থান দিয়েছেন বিদ্যা ও শিল্পের দেবী মা সরস্বতীকে। মাত্র ২ ইঞ্চির এই প্রতিকৃতি কীভাবে বোতলের ভিতরে স্থাপন করা হয়েছে, তা দেখে বিস্মিত হচ্ছেন শিল্পপ্রেমীরা। (ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই অভিনব শিল্পকর্ম ইতিমধ্যেই বাঁকুড়ার শিল্পমহলে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় মানুষজনের পাশাপাশি শিল্পপ্রেমীরাও এই সৃষ্টিকে সাধুবাদ জানিয়েছেন। পান্তা ভাতের দিনে এমন এক অনন্য শিল্পভাবনার মাধ্যমে মা সরস্বতীকে নতুনভাবে তুলে ধরে শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় আবারও প্রমাণ করলেন, শিল্পের কোনও সীমা নেই। (ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোোপাধ্যায়)







