দু’জনেরই বাড়ি দুবরাজপুর থানার দাসপুর খণ্ডগ্রাম এলাকায়। আহত যুবকের নাম আশিস বাউড়ি। তাঁকেও সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি বাইকে করে সিউড়ি থেকে দুবরাজপুরের দিকে ফিরছিলেন। বাঁধেরশোল গ্রামের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে একটি মোটরচালিত ভ্যান রিকশাকে ধাক্কা মারলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে।
advertisement
আরও পড়ুন: ফুটবল থেকে খো-খো, ২৭ কলেজের লড়াই দেখে চোখ ধাঁধিয়ে যাবে! মাঠ কাঁপাল ওস্তাদ পড়ুয়ারা
সেই সময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার দু’জন বাইক আরোহীকে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তৃতীয় আরোহী আশিস বাউড়ি তুলনামূলকভাবে দূরে ছিটকে পড়ায় প্রাণে বেঁচে যান। তবে তাঁর একটি পা ভেঙে যায়। দুর্ঘটনায় একটি চায়না ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে সদাইপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটি আটক করা হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






