advertisement

Visva Bharati: ৯ বছরেও কেন হল না...জাতীয় পরিবেশ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে বিশ্বভারতী!

Last Updated:

Visva Bharati: আবার একবার জাতীয় পরিবেশ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলা প্রশাসন।

বিশ্বভারতী
বিশ্বভারতী
বীরভূম, সৌভিক রায়: সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগেই চলতি বছর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে সমাবর্তন অনুষ্ঠানে আসতে পারেন আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আর তার আগেই আবার একবার জাতীয় পরিবেশ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলা প্রশাসন। মূলত কঠিন ও তরল বর্জ্য নিয়ন্ত্রণ ও নিষ্কাশন সংক্রান্ত ২০১৬ সালের মামলায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিশ্বভারতী কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায় ও বীরভূম জেলাশাসক ধবল জৈন।
advertisement
advertisement
দীর্ঘ প্রায় ৯ বছরেও বর্জ্য নিষ্কাশনের জন্য কেন এখনও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা গেল না? প্রশ্ন করে রীতিমতো তিরস্কার করে আদালত। দ্রুত পর্যাপ্ত ব্যবস্থা না-করলে আদালত বড় রকম পদক্ষেপ নেবে বলে জানা গিয়েছে। ৩১ মার্চ ফের এই মামলার শুনানি জাতীয় পরিবেশ আদালতে।
এ প্রসঙ্গে বীরভূম জেলাশাসক ধবল জৈন বলেন, “আদালতে নির্দেশ মতই আলোচনা করে কাজ করা হবে।” তবে প্রধানমন্ত্রীর উপস্থিতির আগে পরিবেশ আদালতের ভর্ৎসনা এড়াতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তৎপরতা শুরু হয়েছে।
advertisement
প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, বিশ্বভারতী ক্যাম্পাসের অভ্যন্তর বিশ্বভারতী সংলগ্ন এলাকায় উৎপন্ন কঠিন ও তরল সে বর্জ্য যথাযথভাবে সংগ্রহ করে অন্যত্র প্রক্রিয়াকরণ করা হবে। এই বিষয়ে মামলাকারী পরিবেশ কর্মী সুভাষ দত্ত বলেন, “ফের আবারও আদালত চূড়ান্ত ভর্ৎসনা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলাশাসককে। আদালত বলেছে ৯ বছরেও কেন কোনও ব্যবস্থা করা গেল না? কোথায় গাফিলতি রয়েছে সেটাও খতিয়ে দেখা হবে।”
advertisement
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলায় দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে ২০১৬ ও ২০১৮ সালে জাতীয় পরিবেশ আদালতে দু’টি মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। সেই দু’টি মামলায় ২০১৭ ও ২০২০ সালে আদালত বিশ্বভারতীকে নির্দেশ দিয়েছিল তরল ও কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ ও নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত সেটা করা হয়নি বলে অভিযোগ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Visva Bharati: ৯ বছরেও কেন হল না...জাতীয় পরিবেশ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে বিশ্বভারতী!
Next Article
advertisement
Nadia Bus Accident: বেপরোয়া গতিতে রেষারেষি, করিমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১! যাত্রীর মোবাইলে বন্দি ভয়ঙ্কর মুহূর্ত
বেপরোয়া গতিতে রেষারেষি, করিমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১! দেখুন দুর্ঘটনার মুহূর্ত
  • নদিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১ যাত্রী৷

  • করিমপুরে দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির অভিযোগ৷

  • একটি বাসের পিছনে ধাক্কা মেরে উল্টে গেল পিছনে থাকা একটি বাস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement