advertisement

Viral: ২০ দিনের শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে কুয়োতে ছুঁড়ে ফেলে দিল বানর, তারপর যা ঘটল... শুনলে গায়ে কাঁটা দেবে!

Last Updated:
Viral: বয়স মাত্র ২০ দিন৷ সদ্যজাত শিশুকন্যার সঙ্গে ভয়ঙ্কর ঘটনা৷ ভয়াবহ দুর্ঘটনা থেকে কোনওক্রমে বাঁচল প্রাণ৷ দুর্ঘটনার জন্য দায়ী একটি বানর৷ সবচেয়ে আশ্চর্য্য ব্যাপার শিশুর প্রাণ বাঁচাতে বড় ভূমিকা রয়েছে ডায়াপারের৷
1/8
বয়স মাত্র ২০ দিন৷ সদ্যজাত শিশুকন্যার সঙ্গে ভয়ঙ্কর ঘটনা৷ ভয়াবহ দুর্ঘটনা থেকে কোনওক্রমে বাঁচল প্রাণ৷ দুর্ঘটনার জন্য দায়ী একটি বানর৷  সবচেয়ে আশ্চর্য্য ব্যাপার শিশুর প্রাণ বাঁচাতে বড় ভূমিকা রয়েছে ডায়াপারের৷ ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে ছত্তিশগঢ়ে৷
বয়স মাত্র ২০ দিন৷ সদ্যজাত শিশুকন্যার সঙ্গে ভয়ঙ্কর ঘটনা৷ ভয়াবহ দুর্ঘটনা থেকে কোনওক্রমে বাঁচল প্রাণ৷ দুর্ঘটনার জন্য দায়ী একটি বানর৷ সবচেয়ে আশ্চর্য্য ব্যাপার শিশুর প্রাণ বাঁচাতে বড় ভূমিকা রয়েছে ডায়াপারের৷ ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে ছত্তিশগঢ়ে৷  Representative Image
advertisement
2/8
ছত্তিশগঢ়ের জনজগীর-চাম্পা জেলার সেভনি গ্রামের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ ঘটনা এমনই অদ্ভুত বেশিরভাগ জনের মতে এটি ‘মিরাক্ক্যাল’ বা অলৌকিক৷ সূত্রের খবর, মায়ের কোল থেকে ২০ দিনের শিশুকে ছিনিয়ে নেয় একটি বানর৷
ছত্তিশগঢ়ের জনজগীর-চাম্পা জেলার সেভনি গ্রামের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ ঘটনা এমনই অদ্ভুত বেশিরভাগ জনের মতে এটি ‘মিরাক্ক্যাল’ বা অলৌকিক৷ সূত্রের খবর, মায়ের কোল থেকে ২০ দিনের শিশুকে ছিনিয়ে নেয় একটি বানর৷  Representative Image
advertisement
3/8
শুধু তাই নয় বানরটি শিশুটিকে ছুঁড়ে ফেলে দেয় একটি খোলা কুয়োতে৷ তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতা এবং ঘটনাস্থলে উপস্থিত এক নার্সের সময়োচিত চিকিৎসার ফলে শিশুটিকে উদ্ধার করে প্রাণে বাঁচানো সম্ভব হয়।
শুধু তাই নয় বানরটি শিশুটিকে ছুঁড়ে ফেলে দেয় একটি খোলা কুয়োতে৷ তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতা এবং ঘটনাস্থলে উপস্থিত এক নার্সের সময়োচিত চিকিৎসার ফলে শিশুটিকে উদ্ধার করে প্রাণে বাঁচানো সম্ভব হয়।  Representative Image
advertisement
4/8
ঘটনাটি ঘটেছে গত বুধবার৷ শিশুটির মা সুনীতা রাঠোর বারান্দায় বসে নিজের নবজাতককে কোলে নিয়ে ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কাছের একটি ছাদের ওপর চার-পাঁচটি বানর ছিল। হঠাৎ একটি বানর লাফিয়ে এসে শিশুটিকে ছিনিয়ে নিয়ে ছাদের ওপর উঠে যায়।
ঘটনাটি ঘটেছে গত বুধবার৷ শিশুটির মা সুনীতা রাঠোর বারান্দায় বসে নিজের নবজাতককে কোলে নিয়ে ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কাছের একটি ছাদের ওপর চার-পাঁচটি বানর ছিল। হঠাৎ একটি বানর লাফিয়ে এসে শিশুটিকে ছিনিয়ে নিয়ে ছাদের ওপর উঠে যায়।  Representative Image
advertisement
5/8
আত্মীয়স্বজন চিৎকার শুরু করেন এবং বানরটিকে ভয় দেখাতে আতশবাজি ফাটান। তখন বানরটি পালানোর আগে পাশের একটি কুয়োতে শিশুটিকে ছুড়ে ফেলে দেয়। গ্রামবাসীরা দ্রুত কুয়োর মধ্যে বালতি নামিয়ে কয়েক মিনিটের মধ্যেই শিশুটিকে উদ্ধার করেন।
আত্মীয়স্বজন চিৎকার শুরু করেন এবং বানরটিকে ভয় দেখাতে আতশবাজি ফাটান। তখন বানরটি পালানোর আগে পাশের একটি কুয়োতে শিশুটিকে ছুড়ে ফেলে দেয়। গ্রামবাসীরা দ্রুত কুয়োর মধ্যে বালতি নামিয়ে কয়েক মিনিটের মধ্যেই শিশুটিকে উদ্ধার করেন।  Representative Image
advertisement
6/8
জলে পড়ে অনেকখানি জল খেয়ে ফলে সদ্যজাত৷ তবে সে পুরোপুরি ডুবে যায়নি তার একটি বড় কারণ পরনের ডায়াপার৷ ডায়াপার পরে থাকার কারণেই কিছুসময় ভেসেছিল বাচ্চাটি৷ শিশুর বাবা অরবিন্দ রাঠোর জানান, “আজ যদি আমার মেয়ে বেঁচে থাকে, তার কারণ ওই মুহূর্তে একজন নার্সের উপস্থিতি এবং সে যে ডায়াপারটি পরেছিল।”
জলে পড়ে অনেকখানি জল খেয়ে ফলে সদ্যজাত৷ তবে সে পুরোপুরি ডুবে যায়নি তার একটি বড় কারণ পরনের ডায়াপার৷ ডায়াপার পরে থাকার কারণেই কিছুসময় ভেসেছিল বাচ্চাটি৷ শিশুর বাবা অরবিন্দ রাঠোর জানান, “আজ যদি আমার মেয়ে বেঁচে থাকে, তার কারণ ওই মুহূর্তে একজন নার্সের উপস্থিতি এবং সে যে ডায়াপারটি পরেছিল।” 
advertisement
7/8
প্রথমে শিশুটিকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
প্রথমে শিশুটিকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে।  Representative Image
advertisement
8/8
বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অরবিন্দ রাঠোর নার্সের দ্রুত সহায়তার প্রশংসা করেন এবং গ্রামীণ এলাকায় বন্য প্রাণীর বাড়তে থাকা উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, এ ধরনের ঘটনা শিশু ও পরিবারের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অরবিন্দ রাঠোর নার্সের দ্রুত সহায়তার প্রশংসা করেন এবং গ্রামীণ এলাকায় বন্য প্রাণীর বাড়তে থাকা উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, এ ধরনের ঘটনা শিশু ও পরিবারের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। Representative Image
advertisement
advertisement
advertisement