মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় ভাল রেজাল্ট করতে গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রক্টর ও গণিত বিভাগের প্রধান শিক্ষক দেবাশীষ মণ্ডল। তাঁর সাজেশন মেনে একেবারে শেষ মুহূর্তের প্রিপারেশন নিলে দুর্দান্ত রেজাল্ট হবে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায়, জানালেন শিক্ষক৷
advertisement
এ বিষয়ে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রক্টর ও গণিত বিভাগের প্রধান শিক্ষক দেবাশীষবাবু দিলেন বেশ কয়েকটি টিপস্৷ অঙ্কের নাম শুনলেই ছাত্র-ছাত্রীদের মধ্যে ভয় ভীতি তৈরি হয়। সেই ভয়কে কাটিয়ে উঠতে হবে। নীচের কয়েকটি ধাপ মনে রাখতে হবে অঙ্কে ভাল রেজাল্ট করতে৷
আরও পড়ুন: সূর্যের পরপর তিনবার গোচর! ফেব্রুয়ারি মাসেই ভাগ্যের চাকা ঘুরে যাবে ৩ রাশির, সোনায় মুড়বে কপাল
বারবার অনুশীলন মধ্যে দিয়ে অঙ্ককে সহজ করে তুলতে হবে।
বিগত বছরের প্রশ্নপত্রকে খুঁটিয়ে দেখতে হবে।
টেস্ট পেপার থেকে মক টেস্ট দিতে হবে।
MCQ-এর ধাঁচে যে প্রশ্নগুলি থাকবে সেগুলির যেমন উত্তর দিতে হবে পাশাপাশি সেগুলির বিশ্লেষণও করে দিতে হবে।
এছাড়াও জ্যামিতির উপপাদ্য গুলির উপর বিশেষ করে জোর দিতে হবে। ছবি আঁকাটাও শিখে নিতে হবে।
পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাতায় অঙ্ক করে আসতে হবে তার উপরেও বিশেষ নম্বর থাকে।
রামকৃষ্ণ মিশনের প্রক্টর ও গণিত বিভাগের প্রধান শিক্ষক দেবাশীষ মণ্ডলের এই সাজেশন মেনে চললেই অঙ্কে মিলবে দুর্দান্ত নম্বর৷ অঙ্কে ভয় ভীতি ছেড়ে পড়ুয়ারা যদি এই গাইডলাইন মেনে চলে তাহলে মিলবে ভাল ফলাফল।




