TRENDING:

Jalpaiguri News: খুদে পড়ুয়াদের দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী, জলপাইগুড়ির প্রাথমিক স্কুলে সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশ মমতার, খুশির হাওয়া বিদ্যালয় জুড়ে

Last Updated:

Jalpaiguri News: খুদে পড়ুয়াদের আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির একটি প্রাথমিক স্কুলে সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশ দিলেন তিনি। কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। খুশির হাওয়া বিদ্যালয় জুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: খুদে পড়ুয়াদের আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী। কথা রাখলেন তিনি। এক কথাতেই সীমানা প্রাচীরের নির্দেশ। খুশির হাওয়া বিদ্যালয় জুড়ে। বেশ কয়েকদিন আগে জলপাইগুড়িতে একটি প্রশাসনিক বৈঠক শেষে কলকাতার উদ্দেশ্যে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ফিরছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাস্তার ধারে স্কুলের পোশাক পরা কয়েকজন কচিকাঁচা পড়ুয়া হাতে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায়।
advertisement

শিশুদের এই আন্তরিক অভ্যর্থনায় গাড়ি থামিয়ে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। হাসিমুখে শিশুদের কাছ থেকে গোলাপ গ্রহণ করেন তিনি। এই স্বল্প সময়ের মধ্যেই উঠে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা মুখ্যমন্ত্রীর কাছে তাদের উদ্বেগের কথা জানায়।

আরও পড়ুনঃ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পূর্ব মেদিনীপুরের প্রায় ৯০ হাজার উপভোক্তা পেলেন প্রথম কিস্তির টাকা, বরাদ্দ ৬৬৬ কোটি

advertisement

প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার সময় দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে বলে জানায় তারা। স্কুলের চারপাশে কোনও সীমানা প্রাচীর না থাকায় সেই ঝুঁকি আরও বেড়ে যায়। এই কথাও স্পষ্টভাবে তুলে ধরে পড়ুয়ারা।

View More

আরও পড়ুনঃ সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে গজরাজ! চাপড়ামারিতে দীর্ঘক্ষণ বন্ধ সড়ক ও রেলপথ, তবু ছবি-ভিডিওতে বিরাম নেই পর্যটকদের

advertisement

শিশুদের সরল অথচ গুরুত্বপূর্ণ এই আবেদন মনোযোগ দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। মুহূর্তের মধ্যেই তিনি জলপাইগুড়ি জেলা প্রশাসনকে বিষয়টি জানান এবং সংশ্লিষ্ট স্কুলে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর এই তৎপরতায় আশ্বাস পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করে স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথি-এগরা, নন্দীগ্রাম-কেন্দোমারি, নন্দকুমার-বলাইপণ্ডা রেললাইন নিয়ে জারি নয়া বিজ্ঞপ্তি
আরও দেখুন

ইতিমধ্যেই সেই প্রাচীর তৈরির কাজ শুরু হয়েছে । দ্রুত তা শেষ হবে। শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীর এই একঝলক মানবিকতা আর এক কথার সিদ্ধান্তে নিরাপত্তার আশ্বাস পেল একটি প্রাথমিক স্কুল।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: খুদে পড়ুয়াদের দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী, জলপাইগুড়ির প্রাথমিক স্কুলে সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশ মমতার, খুশির হাওয়া বিদ্যালয় জুড়ে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল