কোথাও বাঘ- সিংহ, কোথাও ফল-ফুল, কোথাও আবার মুনি-ঋষি। রয়েছে মনীষীদের বাণী। সবমিলিয়ে শুধু বই দেখে নয়, বিদ্যালয়ের দেওয়াল দেখে পড়াশোনা শিখতে পারছে ছোট ছোট পড়ুয়ারা। আর এত পরিশ্রমের পিছনে রয়েছেন বিদ্যালয়ের একজন শিক্ষিকা। শিক্ষিকার হাতের ছোঁয়ায় বিদ্যালয় হয়ে উঠেছে ক্যানভাস। পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ বাজারে বেশি দামে বিকোচ্ছে তরমুজ, পকেট পুড়লেও কেন 'না' নেই ক্রেতাদের
প্রসঙ্গত, করোনা মহামারী পেরিয়ে যাওয়ার পর রাজ্য সরকারের উদ্যোগে পড়ুয়াদের আবার স্কুলে ফেরাতে নেওয়া হয়েছিল বালা প্রকল্প। এই প্রকল্পে বিদ্যালয়গুলিকে সুন্দরভাবে সাজিয়ে আরও আকর্ষণীয় করে তোলার কাজ হয়েছে। যাতে পড়ুয়াদের বিদ্যালয়ে আসার প্রতি আগ্রহ বাড়ে। সেই প্রকল্পের অধীনে বনকাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সহেলি পাল পুরো বিদ্যালয়টিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন।
নানান রকম ছবি একে ভর্তি করেছেন বিদ্যালয়ের দেওয়াল। বই থেকে পড়াশোনা করার পাশাপাশি এমন ছবি দেখে পড়াশোনা করলে পড়ুয়াদের আরও বেশি মনে থাকবে। তাঁরা আরও ভালোভাবে শিখতে পারবে। এই ভেবে এত পরিশ্রম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবি শংকর চট্টোপাধ্যায় শিক্ষিকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বনকাটি বিদ্যালয়ে বর্তমানে রয়েছেন দুজন শিক্ষক, একজন শিক্ষিকা। তাছাড়াও ৬৫ পড়ুয়া রয়েছে এই স্কুলে। সকলে মিলে সুসজ্জিত ক্যানভাসে এই বিদ্যালয়ে চালিয়ে যাচ্ছে পড়াশোনা।
Nayan Ghosh





